Sunday 19 July 2020

কবিতা

শাপলা পর্ব -৭

কবি বেবী সাউ এর কবিতা-





১।।   ∆ মৃত্যু ∆



চলে যাওয়ারও একটা গন্ধ আছে 
একটা রঙ 
একটা হাওয়া 

আমরা ধূপ জ্বেলে 
নোনা জলে 
ওই হাওয়ার সাথে
গন্ধের সঙ্গে 
যুদ্ধ করি 

মুছে দিতে চাই... 




২।।  ∆ জার্নি ∆



আমাদের ট্রেন ছুটছে । ঝালমুড়ি আচারে মজে আছে রাতজাগা মেয়ে ।ঠোঁটে ফিকে হয়ে যাওয়া লিপস্টিক ।ঘরে অসুস্থ ভাই , দুখী মা। বাবা তারা হয়ে গেছে। তারা মানে আমরা না।ট্রেনের বাইরে উঠতি সবুজ ।আমরা মন দিয়ে সবুজ শিখছি । রাতজাগা মেয়ের চোখে মাসকারা । কালি বোঝা যাচ্ছে না । মায়াবী লাগছে ।আমরা মায়া চোখ ভালোবাসি।রাতজাগা মেয়েদের ভালোবাসি রাতে ।




৩।।    ∆ অপেক্ষা ∆



টেবিলে জমা হচ্ছে অভিমান 
কাঁটা চামচ একা পড়ে আছে 

কেউ বলছে না 
এসো আলাপ জমানো যাক 
এসো কথা আছে 



৪।।   ∆ জীবিকা ∆



প্রত্যেক মনের একটি সীমান্ত আছে 
তার উত্তরদিকে মুখ করে দাঁড়িয়ে আছে কাঁটাতার 
পশ্চিমে বিস্তৃত জানলার রেলিঙে ঝুলে থাকে মুখ 
তোমার বাকচাতুর্য তাহাকে প্রত্যহ  আশ্বাস দেয়, জর্জরিত করে 

ক্ষমা একটা বিশ্বাস জেনে, তুমিও নিপুণ, নিজেকে হত্যা করো সাবধানে... 




৫।।  ∆ পিতৃপরিচয় ∆



বাবা আর আমি, আমি আর বাবা 
দু'জনকে দু'জনে এড়িয়ে চলি... 

যেন দুটো শত্রুজাত দেশ 
সীমারেখা নিয়ে পরমাণু বোমা বানাতে শিখেছে 

আমাদের সেই অমীমাংসিত,  অপ্রয়োজনীয় ল্যান্ড লাইন মা, অসহায় 
 
চুপচাপ দৃশ্য দেখেন 



অলংকরণ - মেহবুব গায়েন

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

9 comments:

  1. মৃত্যু জার্নি অপেক্ষা সবশেষে পিতৃপরিচয়, আহা কিছুই বলার অপেক্ষা রাখেনা

    ReplyDelete
  2. মৃত্যু জার্নি অপেক্ষা সবশেষে পিতৃপরিচয়, আহা কিছুই বলার অপেক্ষা রাখেনা

    ReplyDelete
  3. বড় ভালো লাগল...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. তারা মানে আমরা না লাইনটি কি জরুরি ছিলো?

      Delete
  5. পিতৃপরিচয় ভীষণ ভালো লাগলো।

    ReplyDelete
  6. পিতৃপরিচয় ভীষণ ভালো লাগলো।

    ReplyDelete
  7. সব কবিতাগুলিই ভালো লাগল। শুধু একটা বিষয়ঃ জার্নি কবিতায় 'তারা মানে আমরা না'- এই লাইনটি রাখা জ্রুরি ছিল?

    ReplyDelete
    Replies
    1. সবাইকে অসংখ্য ধন্যবাদ।। পাশে রাখুন।। কবিতা পড়ুন।।

      Delete