Friday 31 July 2020

কবিতা

শাপলা পর্ব -১১

কবি রিমি দে’র কবিতা-






১।।    ∆ প্রতিশোধের আকাশ ∆



এতটা আমফানেও শ্যাওলা ধরা জমানো মাটিগুলো
গলে যায়নি
স্বরূপ বুঝতে মাটি খুঁড়ি,দেখি কেঁচোগুলো স্বাস্থ্য পেয়েছে ঢের…..
কিলবিলগুলো বেশ আকর্ষণীয়

তৎক্ষণাৎ মাটি চাপা দেই

একে তো মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ
তার উপর সাপের অত্যাচারের কথা মনে পড়লে

নিজেও হয়তো আমফান হয়ে যাব
ছড়িয়ে পড়বে অনিয়ন্ত্রিত বিষ

যা এই মুহূর্তে চাইছি না!





২।।     ∆ জঙ্গল ∆



ভোররাতে অন্ধকার মেলে  দিয়ে জঙ্গল ছুঁয়েছে ঘর
এক পা ঘরের ভেতরে নড়ে
অন্য পা বারান্দা ছাড়িয়ে ধুলোয় মাখানো আকাশ 
ভেতরে ও বাইরে মন কষাকষি

আমি হিম মেখে কেঁপে উঠি মৃদু
বাঁশ  ও বেগুন গাছের  অনুরণন বলে দেয়
ঘর ও জগতের  শূন্যতার মায়া

পাখি গান গায় 
                    আমি পাখা মেলে উড়ি

জঙ্গল  ঝরে  পড়ে     
শরীরের অলিগলি থেকে!





৩।।     ∆ ওষুধ ∆



গড়িয়ে পড়া সিঁটিয়ে যাওয়া অস্থিরতাগুলি গাঢ় নীল হয়ে গেছে


তাতে বেশ কিছু  গুঁড়ো ভয়  আর লজ্জা লেগে আছে 
এখনও

দেখে ফেলি আমি
কেউ কেউ আমাকেও দেখে ফেলে
চুপচাপ জড়ো করে  
 গোলমরিচ ছিটিয়ে রক্তপাত বন্ধ করি সাময়িক!

সার্থক কবিতা আমার চারদিকে ঘুরপাক খায়!





৪।।    ∆ উড়োচিঠি ∆



খোলা চিঠির  কুয়াশায় কুয়াশায় কৈফিয়ৎ ভাসছে
 কত ব্যাখ্যা কত  ভাবসম্প্রসারণ জনে জনে লিখছে
যেন স্বীকারোক্তি!

বর্ষার কুয়াশা অদ্ভুত,ভেজা অথচ হিমমাখা নয়
ভাবগুলো ধরে রাখে ভালোবাসায়
স্কুলে একবার ভালোবাসা নিয়ে ভাব-সম্প্রসারন লিখেছিলাম
সেখানে প্রেম পরকীয়া পাখি গাছ বারান্দা চিঠি -
এসব প্রসঙ্গ এসেছিল

এমনকি বিয়ের ঠিক হবার পর উড়ো চিঠির প্রসঙ্গও এনেছিলাম, তাতে লেখা ছিল- ছেলেটি চরিত্রহীন !




৫।।   ∆ কবিতা সম্রাট ∆



রাজায় রাজায় তলোয়ার হয়
রাজায় রাজায় খানা পিনা হয়
রাজায় রাজায় আলো-আঁধারি হয়
রাজায় রাজায় কেল্লা হয়
রাজায় রাজায় অন্ধকার হয়
রাজায় রাজায় চুপিচুপি  সুড়ঙ্গ হয়
রাজায় রাজায় কবিতা হয়

রাজায় রাজায় কবিতার লটারি হয়!




অলংকরণ - মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

5 comments:

  1. " স্বরূপ বুঝতে মাটি খুঁড়ি,দেখি কেঁচোগুলো স্বাস্থ্য পেয়েছে ঢের…..
    কিলবিলগুলো বেশ আকর্ষণীয় " ...কবিতাগুলো অনেকটাই খোলা চিঠির কুয়াশার মতো । চরিত্রহীন ছেলেটির মতো অনস্বীকার্য ।

    ReplyDelete
  2. Anek gulo bhalolaga pelam..

    ReplyDelete
  3. Anek gulo bhalolaga pelam..

    ReplyDelete
  4. খুব ভাল, রিমি। প্রতিশোধের আকাশ আর ওষুধ অসাধার।

    ReplyDelete