Sunday 19 July 2020

কবিতা

শাপলা পর্ব -৭

কবি শ্রীতনু চৌধুরী’ র কবিতা-




১।।   ∆ রিংটোন ∆
                       


রাত ১২ টা ৩ । এইমাত্র সুইচ অফ করে সপ্তাহ ঢুকে পড়ল রোববারের প্রথম বৈশাখে। ব্যস্ততম দিনের আগে জানালার ওপারে কালো কাপড়ে মুখ ঢাকা কাকেও দেখছি নে।কেঠায় গঙ্গা নিয়ে কাল হরিদাসী এক বসে থাকবে সারাবেলা।আজ গৌতম, সম্রাট কারো আসার কথা ছিল না। সূর্য তিনদিন এ' মুখো হয়নি বলে তিলে তিলে তেরাত্রিরে একবারও চাঁদ ওঠেনি। টাওয়ার লোকেশন ধরে আবার একটা লক্ষ্মীপেঁচার সন্ধান করতে গিয়ে হরিদাসীর রিংটোন বেজে ওঠে।





২।।    ∆ পরীক্ষা ∆
                      


হঠাৎ ফেরার কথা বলতেই কেঁপে উঠে বুক।যুগল হৃদয় পাহাড়ের কোল ঘেঁষে পেতেছে বসত- আদিসুপ্ত গ্রাম। হিমেল হাওয়ায় টুপ্- টাপ ঝরে পড়ে পৃথিবীর বীজ।নাভীস্থলে গন্ধমাদন।কপিদল উল্কি কাটে- ছড়ানো অলংকার। ফেলে ফেলে চলে গেছে চিরদুঃখী সীতা নাম যার। পুঁতে রাখা শ্রী মাটির গভীর। অগ্নি শীতল হয় অগ্নি সমীপ। তবুও দুরু- দুরু,তবু সন্তাপ। নীল বাষ্পে ভরা আছে মাটির দু- ফাঁক।ঠেলে ঠেলে দূরে রাখি। আসলে পরীক্ষা নয়, প্রেম কত অনুগত- দেখায় তোমাকে সে। বারংবার জিতে যাও তুমি রঘুবীর।




৩।।   ∆ আহের ∆
                 


ভেষজ পাতার ফাঁকে
আত্মগোপন করে আছে জিঘাংসা
ঘুম ভেঙে প্রথম যে অপয়া মুখ দেখো
তার চেয়ে অনেক বেশি বিষ মেশানো স্তব্ধতায়
হিরন্য প্রস্ফুট যাঁর ব্রহ্ম নির্দেশ
প্রতিটি উন্মিলনে রাই জাগো সুরে সে
শরীরে শরীরে ঢালে হলুদ জীবন
তবুও শুভ্র বক
আহির ভৈরবে নিমগ্ন নিঠুর
ফিরে এসো প্রব্রাজন শেষে
তোমার চরণ প্রত্যাশায়
শুকনো পাতার উপর
থরে থরে রাখা আছে
সোনাঝুরি নূপুর ।




৪।।   ∆ পাখি ওয়ালি ∆
                     


একে একে পাপড়ি খুলে
জলের নিকট আসে সন্ধ্যামনি
আয়নায় বৃন্ত বিভাজনের আগে
বদলে বদলে যায় তার মুখ
রাত ও দিনের মাঝে শুনতে পাই
পাখি ওয়ালির মোহন মাধুকরী
পাখি নেবে------ পাখি------- 

জীবনে একটাও খাঁচা কিনতে পারিনি
নয় দিকে উন্মুক্ত রেখে গৃহ
বসে আছি নদীর কিনারে

পাখি ওয়ালি, ও পাখি ওয়ালি
উড়িয়ে দিতে পারবে না
কোনো একদিন
তোমার সমস্ত পাখিগুলো !




৫।।   ∆ ঘর ∆
        


ঘরের দেয়াল ভাঙতে পারো
ছাদ ভাঙতে পারো
পিলারও ভাঙতে পারো
তবু ঘর ভাঙা এত সহজ কর্ম নয়
ঘর তো অন্য কিছুতে গড়া
সেখানে দুটি মানুষ থাকে
দুটি সমানুভূতি থাকে
সেখানে অনেক জানলা থাকতে পারে
দরজা থাকতে পারে
এমনকি দেওয়ালে ইঁদুরের গার্তও থাকতে পারে

নিত্য যাওয়া আসায়
জমা খরচের হিসেব রাখে না কেউ

শুধু ঘরের মধ্যে লেলিহান আগুন জ্বললে
একজনও যদি জল না ঢেলে
বন্ধ করে দেয় জানলা কপাট
একটি ঘর তখনই,কেবল
ছারখার হয়ে যেতে পারে

নাহলে তুমি
ঘরের দেয়াল ভাঙতে পারো
ছাদ ভাঙতে পারো
পিলারও ভাঙতে পারো
কিন্তু কোনোভাবেই
একটি ঘর ভাঙতে পারো না ।


অলংকরণ - পৌলমি দেবনাথ

********************************************

3 comments:

  1. দারুণ কবিতাগুলি। কবি শ্রীতনু 'র কবিতার ভাষা পরিবর্তন হয়ে গেছে। ভালো লাগা জানালাম।

    ReplyDelete
  2. অত্যন্ত সুখপাঠ্যকর, তৃপ্তি পেলাম।

    ReplyDelete
  3. ধন্যবাদ।। পাশে রাখুন।। কবিতা পড়ুন।।

    ReplyDelete