Tuesday, 4 August 2020

কবিতা

শাপলা পর্ব -১২

কবি তাপস কুমার দত্ত’র কবিতা-




১।।    ∆ পথ হারানো পূর্ণিমা ∆




এক,রাত পূর্ণিমায়
পরিচয়ের আত্মপ্রকাশ 
লজ্জা তখনো সারা শরীরে
     স্নান করছে।
ভেজা শরীরে ডানা মেলেছে
     ব্জ্র এর আলো,
ধমনীর অন্য প্রান্তে,বসন্ত দাঁড়িয়ে 
সৃষ্টির রম্যতায় বোধগম্য
    অন্তরায় হয়ে, দরজায় হেলান দিয়ে 
              সময়ের গলিতে।
চোখ তখনও ভেজা শরীরের কার্নিশ
বেয়ে পূর্ণচাঁদের আলোয় দ্বিধা দ্বন্দ্বের 
          পাহাড় অতিক্রম মগ্ন।
নগ্নতার আঁচড়ে বসন্তের পাঁপড়ি
গুলো এক এক করে ছড়িয়ে যায়।
রজস্বলা নদী স্রোত হারিয়ে 
উদাস হৃদয়ে, এক এক করে 
ঝরে পড়া পাঁপড়ি গুলো
বুকের উঠোন জড়িয়ে ধরে





২।।    ∆ পদাতিক ∆



আজ ক্লান্ত পদাতিক সৈনিক আমি
রাজপথে মাড়িয়েছি অসংখ্য মৃত্যু!
দুই হাতে তালু বন্দী করেছি অসহায়ের যন্ত্রণা 
আজ শিরস্ত্রান ছুঁড়ে ফেলেছি রক্তের স্রোতে
তরবারি দেখলে ভেসে ওঠে তার চোখের কাজল
অনেক হিসেব, অনেক শপথ সব যেন মিথ্যে
আজ জীবিত চোখে তর্পণ করছি শুধু “তাঁর "
ফিরে যার সাথে খেলা ছিল, শেষ টুকু সময়ের
সময় সীমাবদ্ধ, চারিদিকে আর্তের কান্নার স্রোত 
মাইলের পর মাইল প্রাণের বিনিময়ে প্রাণ
রক্ত, লাশ, পোড়া বারুদের ঘ্রাণ, আর দীর্ঘশ্বাস!
উচ্চারিত ধ্বনি বাতাসে গুমরে মরে
চারিদিকে অসহায়তার পাশবিক নৃত্য 
এবার আমার পালা, প্রাণবায়ু অনুমতি চাইছে
বুকের জমাট বাঁধা রক্ত বেরিয়ে আসছে–
আর মিশে যাচ্ছে  লাল রক্তে ভরা রাজপথে
স্থির হয়ে যাওয়া চোখের তারায় খেলা করছে
তাঁর  কাজল চোখে ছোট্ট খুকু! 





৩।।   ∆ প্রতীক্ষা ∆



সব স্বপ্নের সমাধি
নীরব আঁধার
গুমরে মরে অলীক আত্মগ্লানি। 
সময় থেমেছে 
ভেঙে যাওয়া ঝাড় লন্ঠনে,
কাজল লতায় 
ভেজা বৃষ্টির দাগ।
আবছা আলোয়
সে তোমার অবয়ব,
ওই ক্লান্ত চোখের তারায়
শুধু ভাষার ব্যাকুলতা, 
প্রতীক্ষা আছে আজও 
শুধু তোমার ফেরার। 





৪।।    ∆ রঙিন রামধনু ∆



সে আগুন নেভেনি তখনো
   শ্বাস নিচ্ছে ঘুমন্ত কঙ্কাল
লাল বিছানায় হাপর টানছে জলন্ত কয়লা,
   নিশ্চিন্ত নিদ্রা!
সমাপ্তির সমাধি আশা পূরণের 
    অন্য দেওয়াল
ক্যানভাসে ভাসছে ছাইয়ে মোড়া
   কালো ধূঁয়ো।
দিক দিগন্তে মিলনের হাতছানি 
    শূন্যতায়!
ঝুলিয়েছে  রঙিন বাস্তবায়নে
   শুধু ধূ–ধূ প্রান্তরে একা
   রামধনু রঙে দাঁড়িয়ে। 





৫।।   ∆ ওঁম স্বাহা ∆



আমার রক্তে লেখা প্রতিটি শব্দ
শ্বাস নিচ্ছে সভ্যতার গহ্বরে,
অত্যাচার ভেসে আসছে
কান্নার কন্ঠ রোধ করে।
নিরুপায় বারংবার ধর্ষিতা 
    বর্ষার তীক্ষ্ণ ফলায়
বোধ পরীক্ষণ,শ্রেণী কক্ষের
   শূন্যস্থানে হাঁসফাঁস।
যেখানে পূর্ণত্বের নিবিড় আলিঙ্গনে 
সেখানে তোমার ব্রহ্মময় শব্দের পদধ্বনি–
      ওঁম স্বাহা, ওঁম স্বাহা, ওঁম স্বাহা। 




অলংকরণ - মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment