Saturday 10 October 2020

কবিতা

মাটি খোসা পর্ব-২

কবি শান্তিব্রত বারিক এর কবিতা-




১।।  ∆ কেয়া ∆



১.
কল্পনার সুর ছিঁড়ে ধরে বুক খোলা জামার বোতাম
কিশোরী শরীরে খেলে যায় আগুন রঙের সুড়সুড়ি,
সমান্তরাল আকাশে ঘুড়ি ও পাখির ডানার সাক্ষাতে
কমে যায় জমে থাকা গেরুয়া মেঘের রক্ত মাংস।

জমির উঠোন ভেঙে রোজ কত বেহিসেবী মন প্রাণ
দরজার মুখে গিয়ে ফিরে আসে নিয়ম করে
পরিত্যক্ত সময় লুকিয়ে পড়ে গলির জানালায়
তুলে রাখে ফুটপাথের জীবন শৈলী।

সাদামাটা ভোরে বাতাস মাখার দোহাই দিয়ে
নিজেই হাত ছাড়িয়ে গেলে আগের মতন
তোমাকে হারিয়ে ফেললাম তোমার ভিড়ে....



২.
তোমাকে মনে করি, ভুলে যাই রোজ রোজ
ভুলতে পারি না তোমার কথা, স্মৃতি-মুখ
তোমার ওঠা বসা, হাঁটা চলা, কথা বলায়
ওজন বাড়ে শুধু ভালোবাসার...

স্মৃতি টপকে পৌঁছে যাচ্ছো কালকের ভুলে
আজকের দুপুর রোদ, বিকেলের ঘুমে
তোমার হাসি খেলা, সারাবেলার পুতুল বউ
নোঙর তুলে ভাসে আমার উঠোনে..

তোমার আধুনিক মনের চাহিদায় রেখেছি
ভিখারির পাত্র, প্রেমের ঝুলি প্রভৃতি।
কয়েকটা চুমুর আবদারে নয়, তোমাকে
ভালোবাসি তোমার দুঃখজলের সক্রিয় শোষণে....



৩.
তোমার হাসির রংওলা হলুদ বিকেল
আমাকে ফিরিয়ে নিয়ে চলে স্মৃতির দূরবিনে
আজ তেরো দিনের অভিমানে নীলিমা শরীর
উড়িয়ে ভেসে যাও বাঁশ বাগানের চোখ পেরিয়ে।

শুকনো পাতার মতো খসখসে হৃদপিন্ডে
রোজ ওঠানামা করে প্রেমের পারদ
যদিও দু'সপ্তাহের স্নানঘরে বাসি হয়
জমে থাকা জলচিহ্ন, তবু-
আমাদের ঘরোয়া বিছানায় থেকে গেছে
তোমার স্বপ্ন পুরীর ঘুম,
উঠোনের সমতল ঘাস মাটিতে লেগে আছে
তোমার নূপুর পায়ের হাঁটা চলা,
আমাদের সবুজ সাদা দেওয়ালে বেঁচে আছে
তোমার লাজুক মুখের আলাপন
আর আমার বইয়ের পাতায় পাতায় শুয়ে আছে
তোমার শান্ত ঠোঁটের উচ্চারণ....




ছবি - মেহবুব গায়েন

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment