Saturday, 10 October 2020

কবিতা

মাটি খোসা পর্ব-২

কবি এইচ আলিম এর কবিতা-





১।। ∆ ভেতর থেকে পুড়ে যাচ্ছে নীরবতা ∆



নাটায় - সুতার খেলা একদিন থেমে যাবে /
মুক্তিরবার্তা পেয়ে, ফের উড়াল দেবে মন।/
মায়াময় আচঁল ভেদ করে নিরুদ্দেশ প্রেম,/
তার হৃদঘরে নিখোঁজ পত্র পৌঁছে দেবে। /

কুয়াশামাখা হলুদখামে নিবেদন পড়েই /
ভোর পতনের আওয়াজে কান পেতে রবে।/ 
বুক পকেটে  মিশে থেকেও যোজন পথ দূরে/
নিয়ম ভাঙ্গার গানে মুগ্ধতার নিঃশ্বাস ঝড়ে/। 

শীত বিকালের বারান্দায় তোমার সময়গুলো/
হিসাবি হয়ে মিশে থাকে জমানো স্মৃতির ঘরে।/
তারপর, সবুজ প্রান্তরে দাঁড়িয়ে ভেবেছি/
ভেতর থেকে পুড়ে যাচ্ছে নীরবতা,/ 
কাঁচের মত ভাঙ্গছে নির্জনতা, /
গড়ছে কেবল জোনাকীর তীব্র আলো। /




২।। ∆ তখন পুরুষ হয়ে উঠি ∆



তোমার ঠোঁ‌টের ভাজ, /
না‌কের গড়ন আর-/
চো‌খের ভাষা পড়তে পড়তে/
পুরুষ হ‌য়ে‌ উঠি।/

পুরুষ হলে, তুমি কি/
গোলাপেরমত লাল হয়ে যাও?/
আমার লাল কিম্বা কালোতে কিচ্ছুই /
আসে যায় না। আমি চাই-/
তুমি প্রকৃতিরমত প্রশস্ত হও/
প্রশস্ত হতে হতে/
বুকের বনভূমিতে বসত গড়ে তোল। /

অথচ সেদিন তোমার উড়োচুলের /
ঢেউ দেখেই প্রেমে পড়ে গেলাম।/
তোমার হাতের মেহেদি রঙ/
চোখের কাজল, কানের ঝুমকো,/
কলাপাতার জামা, পায়ের জুতা/
কফিমগে লিপিস্টিকের ছোঁয়া/
দেখতে দেখতে আবারো-/
পুরুষ হয়ে উঠি। /





৩।। ∆ সে ফিরে যেতো যখন ∆



গ্রীষ্ম তাপানো পথে তখনো থেকে যায় কথা!/
অথচ শহুরের বৈকালিক হাটে,/
মচমচে ফুচকার চুপসে যাওয়া প্লেট,/
কফি মগে গাড় লাল রঙের লিপিস্টিক,/
দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া টিস্যু,/
ছড়িয়ে থাকা কাঁচা মরিচের টুকরো, /
বিল প্যাডে কালো রঙের যোগফল,/
শুণ্য চেয়ারের পাশে বসে থাকা ভাবনা-/
পড়ে থাকে দায়বদ্ধ হয়ে।/
অথচ, তার পার্স, ছড়ানো আঁচল,/
চকচকে জুতো, আয়রন করা জামা/
খোঁপাার ফুল, হাতের ঘড়ি,  /
চোখের কাজল, ঠোঁটের লিপিস্টিক/
সব তেমনি থাকতো, যেমন নিয়ে আসতো।/
বসন্ত বিকেলের বাতাস দিয়ে/
যখন সে ফিরে যায়/
পড়ে থাকতো সবুজ পাতার/
কম দামে কেনা লাল গোলাপ।/




ছবি - মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment