Friday 2 April 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৪

কাকলি মান্না’র কবিতা-





১.
∆ ক্ষত চিহ্নের পাশে ∆



এক আঘাত চিহ্ন ক্ষত হতে হতে পেরিয়ে যায় সুদীর্ঘ টানেল
গুহা চিত্র জুড়ে নিশাঘোর
পরিপাটি সংসার ছেড়ে যাবার আগে ও
ঠিক করছ আরামের কুশন,  বেসিনের পাশে রাখা টাওয়াল,  নিশ্চিত ঘুমের বড়ি
একবার  চোখ পরে আরশিতে
মায়াবী শরীরে ঢেউ তুলে দেখে নিচ্ছ সময়
দেখে নিচ্ছ  জমা অভিমান.

প্রবল ঝড়ে উড়ে যায় নিরুদ্দেশের  চিরকুট
হেঁটে যায় শরীরের ভেতর  শরীর
তড়িৎ গতিতে ভিজছে অনুষঙ্গ

জমা জলে নৌকা দিকভ্রান্ত
ক্ষত মুছতে আঘাত হানছে অবিরত




২.
∆ যতি চিহ্নের দিকে ∆



নিস্তব্ধতায় বারে বারে বেজে ওঠে বিচ্ছেদের  ঘুঙুর
চাঁদ জ্বেলেছে জ্যোৎস্না কুমারী মেয়ের লাজে
নিভে যাওয়া  বিকেলে অপেক্ষার  রিং টোন হয়ে
নাড়িয়ে  দেয় গোপন রোমকুপ
দু এক স্তবক কবিতা চাঁদ নদীর আলেখ্য
প্রতি রাতে  খুন করেছি মায়াবী আদর
তবুও এখোনো কেন ব্যক্তিগত সাইন বোর্ডে ফুটে  ওঠে  চেনা ডাকনাম

শুশ্রূষার টানেল পেরিয়ে যায় সব সন্ন্যাস যাপন
যতি চিহ্নের দিকে...




৩.
∆ নির্ভার ∆



বসন্ত এসেছে বলেই স্বপ্নে ঘুম নেই
পথের পাশে পলাশ দাঁড়িয়ে চেনা  মুদ্রায়
শহর আরো একবার সরল চোখ খুলেছে  সন্ত্রাস  ভুলে
সরোবরের গভীর ছুঁয়ে  তির তির করে কেঁপে ওঠে অদেখা
এইতো গত বসন্তে ফেলে যাওয়া মন খারাপের বাঁশি

শুনছ!  বাজাও না একবার
কতদিন...
বুজিনি চোখ স্বপ্নে




৪.
∆ ভ্রাম্যমান ∆



অনুমান এক আত্ম নির্ভর উপলব্ধি

নতুন বছরের শুভেচ্ছা য় টুকরো টুকরো আমি ,  আমার বোধ আর বোধের গভীরে  হিসাবের খাতা
যা পূর্ব  পরিকল্পিত কারসাজি সংখ্যার নির্মাণ তা কখোনো নতুন হতে পারে না
আদপে নতুন বলে কিছু হয় না
এসবের ভেতর লুকিয়ে থাকে  নিত্য নৈমিত্তিক  যাপন
তুমি আজ প্রথম যেখানে গেলে  সেখানে
সহস্র পায়ের ছাপ

অথচ নতুন এমন এক শব্দ যা কখোনো পুরানো  হয় না




৫.
∆ কোলাহল ∆



ফুরিয়ে গেছে বললেই কোলাহল ডুবে যায়  নির্জনতার চাদরে
মূক শব্দের গভীর ছুঁয়ে সম্ভাব্য অনুমান
কোন প্রতীকী ভাষা খুঁজে পাচ্ছি না
হারানো সময়ের  রসায়ন অন্তর্লীন
বার বার তুমি নক্ষত্র দূরত্বে

আবছা হচ্ছে কুয়াশা ভোর
পাখির ঠোঁট আর হারানো শস্য দানা
শিখে নেয় কৌশল

কী  আশ্চর্য সব সকাল রোদ্দুর হতে চায়




অলংকরণ- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০


No comments:

Post a Comment