Sunday, 28 November 2021

কবিতা

পাকা পাতায় শিষ আলো-৩

রবিউল ইসলাম এর কবিতা-



১.

∆মুকুল ∆

 

বহু বছর ধরে

কঞ্চির ওড়নায় লেগে আছে একঘেয়েমি সুতোর অভাব।

 

পাশের ভাঁজে মাপ বেড়েছে

কুমড়ো –রসুনের অন্তর্গতসুখ

দরজার গুঁড়ি তেজপাতা পিচ্ছিল আবরণযুক্ত পুষ্প।

 

ঢোলালেবুর মতো উজাড় ঠোঁট এবং পিঠ।

 

পাঁচিলের নক্ষত্রে প্লাবিত হয় কব্জা

ছায়াগুলো উপযুক্ত কাঠামো

পাখির জীবন ঘাসে পেয়ে।



২.

∆ সেমাই ∆

 


অবশ্য –মানুষ মজুদ রাখে চেয়ার।

 

গোধূলির শাকপাতা ভাঙা শরীর

সাইকেল খাটুনি খাটে মাচা পোক্ত করার জন্য।

 

বাড়ির বিছানায় সোজাসুজি ঘোড়ার শ্লোক

হাওয়ারখরগোশ নাচে শীতনদীতে

সুকোমল টমেটোউরু জড়ীভূত ঐ বারান্দায়।

 

হাতুড়িস্বার্থ নোঙর ফেলে মাছ পদধ্বনিতে

কম্বলের কুয়াশায় ভিজে যায়

মুগডালের চুল।



৩.

∆ তালা-চাবি ∆

 


নিজের জায়গা ছেড়ে গেলাম ভাত –মাড়ের কাছে

জেনে নিতে পরিচয়।

 

অথচ

সে আমার থেকে দুঃখী

লকলকে দুঃখ তার

হৃদয়ের কানায় কানায় ভরে ওঠে গৃহস্থালি কাস্তে।

 

দারুণ ঘুম ভাসা ক্লান্তি।

 

মাটির ঝিক

চেলাকাঠের টক দই

দম নেওয়া লাটিম

বৃষ্টির তোলায় জ্বালে আলো।

 


৪.

∆ দুপুরের নূপুর ∆

 

কোনো বন্ধনে –চিরো বসন্ত থাকে না।




৫.

∆ উৎসবের ফুলদানি ∆


 

রাতের কলসিবোতাম

শিমপীড়ন বেয়ে নেমে আসে।

 

অন্ধকার বালির চাকা শহরে ঢুকে যায়

অলিগলি এবং চতুর্দিকে শূন্যফুলের আড়ৎ

সমস্ত গন্ধ বাদুড়ের খেপলা দুচোখের মতো।

 

ভীষণ

পৃথিবী

বড়ই ছোটো এই বুকের তুলনায়।

 

জনপথ

দোকান

সুরের ধারা

ও পিচিয়ে রাখা ঝিনুক।






ছবি- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment