সায়ন্তনী হোড় এর কবিতা -
∆∆
এবং তীব্রতা
নুয়ে পড়া রৌদ্র আরো পিছিয়ে গেলে
সহজবোধ্যতা গুঁড়ো হয়ে যায়
থিকথিক করছে বালির স্রোত
তার উপর শুয়ে আছি একটা ঘুমহীন স্বপ্ন দেখবো বলে
যেখানে রেটিনার সহস্র তীব্রতায় ভেঙে যায়
স্মৃতিপটের আধার
∆∆
ক্ষয়- প্রাপ্তি
তোমার অবয়ব মুছে ফেলার কোনো অবসর নেই আমার
অথচ সম্পর্কের গায়ে শুয়ে থাকা বাসি ফুলের নকশা এঁকে চলেছি
আরো ক্ষীণ হয়ে থাকে গোলাপের চূড়া
সময় হয়ে এলে মুড়ির মতো উড়ে যায় আমাদের কথোপকথনের রেখা
মাছের শ্বাস ঘন ঘন হয়ে এলে,
সে এক তেজস্ক্রিয় বিকিরণ ঘটে
যেন তোমার লেখা চিঠির আসরে আমার অপেক্ষার ক্ষয় হচ্ছে
∆∆
খসে পড়া পাতার স্মৃতি
দোপাটি ফুলের পাপড়ি মতোই আলগা হয়ে আসছে সম্পর্কের সুতো
চুপ
আরো চুপ
এখন শান্ত হয়ে বসে থাকা পেঁচার কাছে আমার উদাসীনতা র কথা বলি
এই অবেলায় মেঘের আদরে বৃষ্টি আরো কাছে আসছে
এক একটা স্মৃতি আরোহণ-পর্ব হয়ে
নুয়ে পড়া রৌদ্র আরো পিছিয়ে গেলে
সহজবোধ্যতা গুঁড়ো হয়ে যায়
থিকথিক করছে বালির স্রোত
তার উপর শুয়ে আছি একটা ঘুমহীন স্বপ্ন দেখবো বলে
যেখানে রেটিনার সহস্র তীব্রতায় ভেঙে যায়
স্মৃতিপটের আধার
∆∆
ক্ষয়- প্রাপ্তি
তোমার অবয়ব মুছে ফেলার কোনো অবসর নেই আমার
অথচ সম্পর্কের গায়ে শুয়ে থাকা বাসি ফুলের নকশা এঁকে চলেছি
আরো ক্ষীণ হয়ে থাকে গোলাপের চূড়া
সময় হয়ে এলে মুড়ির মতো উড়ে যায় আমাদের কথোপকথনের রেখা
মাছের শ্বাস ঘন ঘন হয়ে এলে,
সে এক তেজস্ক্রিয় বিকিরণ ঘটে
যেন তোমার লেখা চিঠির আসরে আমার অপেক্ষার ক্ষয় হচ্ছে
∆∆
খসে পড়া পাতার স্মৃতি
দোপাটি ফুলের পাপড়ি মতোই আলগা হয়ে আসছে সম্পর্কের সুতো
চুপ
আরো চুপ
এখন শান্ত হয়ে বসে থাকা পেঁচার কাছে আমার উদাসীনতা র কথা বলি
এই অবেলায় মেঘের আদরে বৃষ্টি আরো কাছে আসছে
এক একটা স্মৃতি আরোহণ-পর্ব হয়ে
অলংকরণ - নিশিপদ্য
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment