Thursday 7 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -১

পিন্টু‌ পাল এর কবিতা -

নির্জনতা

১.
এখানে এই ভালোবাসা কতুটুকু, কার ? 

কোনো একদিন ভিনদেশী আয়ু 
দূরে দূরে গিয়ে 
অবিকল নৌকার মতো 
অতলে হারায়... 

২.
ভালোবাসা ফুরায়নি এখনো...

এর মাঝে নির্জনে 
কোপাই নদী আসে  

মাঝে মাঝে জলেই দেখি মুখ

∆∆
মৃত পাখি ও একটা লাঙল
           

মাটি ভেজা গন্ধ , হৈচৈ ,অথচ একে একে রাত্রি ছিঁড়ে দেয় সব  
ভেসে আসে দূরে, জাহাজ নক্ষত্রের আলো  ---
দাঁড়িয়ে শান্ত সাঁঝবেলা, খালি পা, পুব দিকে হেঁটে হেঁটে 
এক দগ্ধকাতর চাষি, ফেরে , যেন কলসী খুইয়েছে  ঘাটে

ভাঙা লাঙলের গান, বাঁকা আলপথ, কিংবা সেই ঘাসমারা কালো দু'পা --
দৃষ্টি স্থির চোখ ; খেয়েছে গুপ্তছোবল  
ছেঁড়া গেঞ্জি  কাঁধে, দ্যাখে 
 তবুও সে দ্যাখে , তাকিয়ে তাকিয়ে ---
বাঁশবনে একটা ওস্তাদ বিড়াল চুপটি করে গিলে ফেলে আলো... 

এ পৃথিবীতে বুড়ো নক্ষত্রই জানে
 ক্ষুধার্ত পাখি আর লাঙল নতুন করে বাঁচতে চেয়েছে বারবার

∆∆
বান্ধবীগাছ


রোহিনার সাথে আমার প্রেমের 
সম্পর্ক ছিল না কোনো দিন 

মূলত সমান্তরাল দাঁড়িয়ে থাকা 
হিজলগাছের মতো 

মাঝে মাঝে ফুল ধার নিতাম ! 


∆∆
রেলওয়ে ট্র‍্যাক 


কাগজকে টুকরো টুকরো করে 
কেউ ফেলে দিয়েছে রেলওয়ে ট্র‍্যাকে

স্টেশনের বাঁপাশে দাঁড়িয়ে থাকা 
জনা তিরিশ লোক ভাবছে 
---পরিত্যাক্ত হিসাব কিংবা মন খারাপ

তারপর গণদেবতা এক্সপ্রেস 
বিশুদ্ধ হাওয়ায় 
টুকরোগুলোকে পার করে দিল আরেকটি ট্র‍্যাক

অলংকরণ- সুধাংশু বাগ

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••




No comments:

Post a Comment