Saturday 7 October 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৫


দেবশ্রী দে’র কবিতা-


দণ্ড 

নবজন্ম খুঁটে খুঁটে খাও 
সময়— এক বিশ্বস্ত আঁচড়

আমাদের পদ্মপাতায় 
ঈশ্বরের ব্যক্তিগত তরল খেলা করে
মায়া-কারুকাজ

স্বপ্নের গর্ভপাতে 
যার আবেশ সাজাপ্রাপ্ত হলো

আমি সেই শয্যার দেহঋণ মকুব করেছি


টুপ

আমাদের মুখোমুখি কোনও মুখ নেই
নেই কথা বলবার মতো কথা-ও 

পাহাড়ের গা-ঘেঁষে কুয়াশা যেমন 
লেগে থাকা, 
তবু ছুঁয়ে থাকা নয় 

বিচ্ছেদের শেষ লগ্নে পাতাটিও চুপ করে যায় 
'টুপ' শব্দে ঝরে পরে 
                               কয়েকটি যুগ্ম সময়



উৎসব-ফেরত

উৎসব শেষের চাঁদটি স্নেহভিখারি
চোখে কান্নার গন্ধ 

সমুদ্রে জোয়ার আসবে না জেনে 
বিহ্বল হয়ে উঠছে দেহ-নৌকা

একটি ফুল হয়ে ফুটে উঠলে 
শোকের বুকে জ্যোৎস্না ছড়িয়ে দেবো

আমাকে ডেকো না আর 
ওইসব ভ্রমর-আবেশে

সংসারে কত কী যে কাজ! 
কত কাজে আমি পড়ে আছি


অলংকরণ - সুধাংশু বাগ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1 comment: