বিকাশ চন্দ এর কবিতা -
∆
রাধা প্রেম হলুদ বসন্ত বুকে
দু'বাহু জড়ালে বুকে ফেরে হারানিধি আত্মা
মানুষের গায়ের গন্ধে ফোটে পলাশ জারুল
সমস্ত ভাবনারা চেনে শিউলি বকুল শাপলা শালুক
তবুও পূর্ণিমা রাত চমকায় কুঠারের ধারালো ঘায়ে
অন্ধকার ঝাঁঝরা করে আবার মন ফকিরা ঘর
দোয়েল পাপিয়া বৌ কথা কও খোঁজে বসন্ত দুপুর
এপার ওপার বুকের ভেতর জল স্তম্ভের উচ্ছ্বাস
উদাস শিশির কণা মুক্তা বিন্দু দুধ ধান শীষে
হেমন্ত হিমে ভালোবাসা ভোরের শীতে স্নান
উষ্ণতা ভেতরে স্পর্শ সুখ পরস্পর বেঁধেছে পরাণ
দু'পাশে দীর্ঘ সবুজ প্রাচীর সূর্য সিঁড়ি শোনে স্তব গান
দুধে ভাতে মাছে শাকে বসন্ত বরণী মুখ ডাকে আমন্ত্রণে
আনন্দ হৃদয়ে কতনা ধ্বনিময় সুর সালংকারা
দেহ বিনিময় জানে সাঁঝবাতি ভোরের শুকতারা
সবুজ পাখি জানে ওড়া উড়ি হাহাকার শুকনো পাতায়
রাধা প্রেম হলুদ বসন্ত বুকে আবীর কুঙ্কুমে চন্দন ঘ্রাণে
∆
ঋতু পত্রের শেষে
পাঁজরের আড়ালে শ্বাস টুকু ঘিরে আছে দেহকাণ্ড
বাইরে দেশান্তরী হাওয়া খেলে সবুজ পাতার
শরীর জুড়ে হিরন্ময় প্রেম ঢাকা বসন্ত কুয়াশায়
ধর্ম কক্ষে ছেঁড়ে জন্ম সেতু ব্যাথাতুর রক্ত বিসর্জন
পাষাণ শরীর জানেনা নিরন্তর চলে এ ভাসান
দিনাতিপাত নেই দরজা আগলে অনন্যা সে প্রিয়তমা
জমিতে চুমু রেখে অঙ্কুর বুকে মোহন শরীর লতা
অহরহ সংসারী কথার ভেতর প্রতীক্ষার সকল উচ্চারণ
শরীরেই বাঁচে শরীরেই মরে তবু শস্যের আমন্ত্রণ
মন্দ্রিত সময়ে লোহিত অঙ্গীকার জাগে মন্ত্র বলে
বেঁচে থাকে সকল ভবিষ্যৎ জানে আত্মার সম্বল
অনাহুত প্রেম পত্র ভাষায় সবিনয়ে রক্ত করবী
শরীরে মননে জড়িয়ে জন্মান্তর বৃক্ষদেবীর বাকলে
আত্মার সুরে নিরন্তর বাঁচে বাউল ঋতু পত্রের শেষে
∆
অনন্ত প্রতিভাসে
দোলের চাঁদে রঙ লেগেছে রাতে কৃষ্ণচূড়া সোহাগ
কাঁপছিল কি কোকিল স্বরে পরাগ ওড়া বাতাস
কথার ভেতর বর্ণমালায় প্রেমের আখর আলো
অভিসারে হলুদ বসন্ত রাধাময় শরীরে আগুন মাখো
অসময় তবু রঙ মাখে মনে বনে পারিজাত পরিমলে
অফুরান কথা ফিরে ফিরে আসে মধু মাখা সঙ্গীতে
প্রতি ঘরের উঠোনে কে কার চরণে ফুলের অঞ্জলি
বর্ষ শেষের অন্তর কথা মুক্তি স্নানে চলে রঙের অভিসারে
আমার পলাশ রাঙা চোখের দেখা বাউল বৈষ্ণবী পথ
লাল শিমূল রঙের হাসি মাখালো ঠোঁটে বাঁশির সুরে
রঙ ঢেলেছি সুখের ঘরের চেনা উঠোন জুড়ে
হেসে উঠলো দূর্বা তখন গোলাপি রঙের ভোরে
শ্রীখোল রঙ্গে মজেছে নগর কীর্তন তোলে রসিক বোল
আহা ! শ্রীরাধা সিঁথি রাঙা দোলে কপালে রক্ত প্রবাল
কালবেলা জানে ঋতু স্রোত শেষ বসন্তে বিরহে কানু
চিত চোর জানে বন কুটিরে চন্দ্রিমা অনন্ত প্রতিভাসে
ছবি- বিপ্লব ভূঞ্যা
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••|||••|||••||•|||•••••
No comments:
Post a Comment