Monday 26 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৬


মহুয়া জানা’র কবিতা -

বিরতি অর্থে 

সূর্যের একটা বিরামহীন দিন শেষ ---
কখন যেন ঘুমিয়ে পড়েছে মুখটা 
সময় আছে ভেবেই জলচৌকির 
উইয়ের ঘরে নিবৃত্তির ক্ষুধা অব্যাহত ,
রাতে শিকার আসবে জেনে 
ঝিমিয়ে নিচ্ছে কালপেঁচা ।
এক ক্ষনজন্মা অবকাশে 
থরে থরে গজিয়ে উঠছে পাতা 
অভিমুখ চড়াই জেনেও 
আর একটা অভিযানের প্রস্তুতি ।


চাঁদ জাগছে কোজাগরী 

রং ঢালা উৎসব , ছেঁড়া ছেঁড়া কান্নাও চৌকাঠে 
তবু কোলাহল থেমে গেছে 
বিচ্ছিন্ন দ্বীপে দীপজ্বলা কোমলতা --
নির্মল ছেলেখেলা , নিবেদিত প্রসাদ 
শুষে নিচ্ছে সব অপূর্নতা ।
রসকলির মুর্চ্ছনা কন্ঠ ছাপিয়ে আলতো আলতায় 
অন্তঃসলিলা শুচি প্লাবনে 
চাঁদ জাগছে কোজাগরী --
তীরে তখন নিভন্ত ভস্মেরা 
থিতু হচ্ছে কদমের তলে ,
অদৃষ্টের বাঁশী ভরা শ্রাবনের অপেক্ষায় ।


সম্ভাব্য জলচিত্র এবং 

দিগন্ত জুড়ে তখনও সূর্য 
প্রথামত , সমুদ্র বিদায় জানিয়ে নেমে যায় ।
তীরের পথে অনড় চাঁইয়ের কাছে 
নতজানু প্রতিদিন ---
ক্ষয়স্রোত সমকোণে হিসাব লিখবে অনেককাল ।
শিলাময় ক্যানভাস ---
সংগোপনে ফুল ফোটে , ফুল ঝরে 
সম্ভাব্য জলচিত্র কল্পনায় এঁকে 
শূন্যকে লিখে ফেলি সব কথা ---
কিছু তবু পিছুটানে মুছে যায় ,
রয়ে যায় অনাগত দৃশ্যেরা ।


ছবি- মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment