দেবার্ঘ সেন এর কবিতা -
[] দাঁড়ি
এ কোন সুর,
জ্বালাময়ী
তিলে তিলে কুয়াশা-জীবন।
বাতাসে আজ অপমান বাজে—
কাকের ঠোঁটে মাংসের টুকরো।
ক্রমশ দহন,
শরীর টাইম ব্যোম
বেঁধেছি স্বপ্ন, আমার ছায়া
ছায়া খুন উল্লাসে।
[] অনুবাত
পর্বত গাল বেয়ে অশ্রু নামছে—
নামছে, পাপড়ি সিক্ত গোধূলি
কাঞ্চনজঙ্ঘায়
অকাল দহন, সমগ্র গিলেছে
আলো কিংবা রোদ,
যদি বলো, এরপরও তুমি অসহায়।
তুমি নিষ্ঠুর,
চলে যাও যেদিকে দু'চোখ যায়।
[] স্মার্ট বাজার
তবুও শরীর—
চৈতন্য ছুঁয়ে যাচ্ছে হাওয়ার লিপি।
এখানে তোমার নামে,
আঙুর বাগান।
বোয়মের জলে ভাসে রঙিন মাছ।
রঙ যত ক্ষত
ততই রঙিন।
বাগান ঘুরে দেখি, ভাঙা পেণ্ডুলাম
ফলের কোনও নিরাপত্তা নেই।
শাসন-শূন্য অতনু পৃথিবী
পৃথিবীর কবজিতে, ব্যর্থ; স্মার্ট ওয়াচ।
অলংকরণ - কনিষ্ক শাসমল
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সবসময়ের মত ই, অসাধারন ❤️
ReplyDelete