Friday, 16 May 2025

কবিতা

আঁচলডোবা জল পর্ব -৫

অনিন্দ্য পাল এর কবিতা -

[] আলোর ঝরনার নীচে  

রাতের লিপিঘর থেকে নিয়ে এসেছি 
মন খারাপ 
তোমার চুলের ছায়াবন থেকে এনেছি একমুঠো রোদ্দুর 
মাতাল হাওয়ার বুকপকেট খুঁজে পেয়েছি অস্থির জোৎস্না 
অতঃপর আলোর ঝরনার নীচে এখন মাখামাখি আদর 
এবং গান্ধর্ব মতে রোপন করেছি পূর্ণিমার বীজ ... 


[] ঘরের পথে  


ডানায় হলুদ আলো মেখে ভেসে আছি 
ভেসে আছি বিকেলের নীলিমা বেলায় 
দূরান্ত থেকে হাতছানি দিয়ে ডাকে 
অচেনা সন্ধ্যা প্রদীপ 
মেঘশিশু কানে কানে বলে দাঁড়ি টানো 
                                    এবার খেলায়...
আলোঘর পেরিয়ে যাচ্ছি অন্ধকারের 
পশমী গুহায় 
বিকেল ফুরিয়ে গেলে ফিরে যেতে হবে 
নিশ্চুপ মিথুনবেলায়, 
আগামী বাতাস পেরিয়ে যাচ্ছি পর্ণকুটির 
চকমকি আকাশের বুকে মুখ গুঁজে কেটে যাবে রাত আর অগুনতি মন খারাপের ভিড় 
ডানা মেলে আছি একা বন্ধুরা পৌঁছে গেছে কখন 
                          একে অপরের আদরের নীড়। 

 
[] ঢেউ 

অন্ধকারের গর্ভ থেকে বেরিয়ে কড়া নাড়লাম 
সময়ের সদর দরজায় 
কোন সাড়া নেই কেবল বয়ে চলার একান্ত ছলাৎ 
তবুও দাঁড়িয়ে থাকি হাতে ঢেউ ভাঙা একমুঠো জল 
যদি তোমাকে একবার পাই চাঁদের প্রতিবিম্বে...  
জ্যোৎস্নার জোয়ার সুঁচের মত বেঁধে হৃদয়চাদরে 
বহু দূর থেকে ভেসে আসে যারা উথাল পাতাল 
তাদের সঙ্গে ঝাউ কেয়ার একাগ্র কানাকানি 
কোন নীল বালিয়াড়িতে জন্মভূমি, আমি কি জানি? 
তবু ভেসে আছি ডুবিয়ে দিয়েছি সব ঠিকানা গুলো 
যদি কখনও খুঁজে পাও তোমার গেরস্থালি জানিও, পৌঁছে দেব হাজার বছর ধরে বাস্তুহীন ঢেউভাঙা বিরহধুলো... 

অলংকরণ - কনিষ্ক শাসমল 
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment