কবি সুমন মল্লিক এর কবিতা-
১।। ∆ তোমার ঘুমের পাশে ∆
তোমার ঘুমের পাশে এক আকাশ তারা
আধো আলোকে নেমে আসে মোহন ৷
হেমন্তের বিষণ্ণতা থেকে বেরিয়ে আসে
একচুমুক তৃপ্তি...
হাতমুখ ধুয়ে চেয়ার টেনে বসি বিছানার কাছে ৷
ক্লান্তি উধাও হয়, মধ্যরাতের নির্ঘুমে
দ্রুত পায়ে ফিরে আসে পরাগ জড়ানো সৃজন,
পাতায় পাতায় নতুন কুয়াশা ঠেলে
তুমি উঠে বসো ।
ভাবি,
জীবন এতটাও আঁধারে ভরা নয় ৷
এই যে দিনের শেষে হিরণ্যময়ী হয়ে ঘুমিয়ে আছ ;
এই দেখাটুকুর জন্যই
বেঁচে থাকতে ইচ্ছে করে দীর্ঘকাল ৷
আসলে আমি তো অন্ধ ফকির, ভাটার টানে ভাসি ৷
শূন্য থেকে পূর্ণ হতে তোমার ঘুমের পাশে আসি ৷
২|| ∆ এভাবেই ছুঁয়ে থাকো ∆
এভাবেই ছুঁয়ে থাকো সময় ও সফর
স্মৃতির শেকড় বেয়ে উঠে এসো চুপচাপ
শেখাও ক্ষুধার ভাস্কর্য
জোছনায় লুকিয়ে রাখি শিহরণ
কিছু কথা আজও শব্দ খুঁজে পায় না
বেড়ে যায় খনিজ
নজরে নজর থাক না এভাবেই
ঘুম না-আসা চোখে কতশত স্বপ্নশালুক
উড়ানে মাতে পাখিমন
নীরবে সাজিয়ে রাখি উন্মাদনার প্রতিলিপি
এভাবেই ছুঁয়ে থাকো পতন ও পরাগ
হে শাশ্বত স্ফুলিঙ্গ, মুগ্ধ করো রোম রোম
সৃষ্টি করো মধুর মহুয়া
সাঁকো ভাঙার জ্যামিতি উলটে আবার গোধূলিমিলন হোক
৩।। ∆ বিষাদসিন্ধু ∆
তোমার পায়ের ছাপে গাঁথা আছে আমার পায়ের ছাপ ৷
এক যুগ ধরে এভাবেই একটা দৃশ্য
ফ্রেমবন্দি করে রেখেছি বুকের গভীরে ৷
তোমার ইন্দ্রিয়ের ভেতর হয়ত এখনও ঘুমিয়ে আছে
আমার চূর্ণ হবার ম্যাজিক-মুহূর্ত ৷
শীতকুয়াশায় খোদাই করেছি আমাদের মুগ্ধ মিলন আর
বৃষ্টি ও আগুনের চমক-শিহরণ ৷
তোমার চোখেও রেখে দিয়েছি পতনপ্রবণ এই প্রেম –
আমি ভাঙলে তুমিও ভাঙবে
মনখারাপের আর্দ্র দিকচক্রবালে ৷
আসলে আমার একার বলে কিছু নেই
আসলে তোমারও একার বলে কিছু নেই
আসলে আমরা পরস্পরের বিপরীতে দুই বিষাদসিন্ধু ৷
৪।। ∆ কলঙ্ক ∆
ধর্ষক বাহুবলী ও বিধায়ক বলে
থানায় মার খেয়ে মারা গেল বাবা,
গায়ে আগুন দিল মা ও মেয়ে,
গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা হল,
এখন মৃত্যুর সাথে লড়ছে মেয়েটি ৷
আসলে উন্নত ভারতের আড়ালে আছে
একটা গোপন ও নিপীড়িত ভারতবর্ষ,
যার মানচিত্র আঁকা হল মেয়েটির
রক্তমাখা ছিন্নভিন্ন ওড়নায় ৷
সন্ন্যাসীর স্বর্গরাজ্যে উন্নাও শুধু একটা
হেডিং নয়, গোটা দেশের কলঙ্ক ৷
৫।। ∆ চাবি ∆
আর কত মগ্ন হবো... স্বপ্নের হরিণেরা প্রতিদিন
ফুটো করে চলেছে মরমের চাঁদ
এই যে তিনটি ঘরের মাঝে অফুরন্ত অবসর
এতে গুছিয়ে রাখি প্রতিটি নিগূঢ় সৎকার
আর বারান্দায় চেয়ার টেনে বসে আকাশের বুকে
এঁকে দিই ঈশ্বরের চোখ
চোখ সব দ্যাখে, চোখ সব জানে –
মুখে তবু ঝুলিয়ে রাখি তন্ত্রসিদ্ধ যাপনের তালা
দূরে অনতিদূরে এখন আর কিছু নেই
শুধু মেঘাবৃত নির্জনতা
শুধু সময়ের অনীপ্সিত বেড়ি
এই অসময়েও কার হাত আমার বুকে তাঁত চালায়
এই যে অবশেষে গভীর উপলব্ধি, উপলব্ধির উড়ান
এটাই কি নবজন্ম... এটাই কি সেই অব্যর্থ চাবি...
অলংকরণ - মেহবুব গায়েন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সবকটাই ভালো ।চাবি অসাধারণ লেগেছে।
ReplyDeleteমুগ্ধ
ReplyDeleteকী অসাধারণ লেখা ৷ দুটো দেশ পত্রিকায় পড়েছি
ReplyDeleteকী অসাধারণ লেখা ৷ দুটো দেশ পত্রিকায় পড়েছি
ReplyDeleteকী অসাধারণ লেখা ৷ দুটো দেশ পত্রিকায় পড়েছি
ReplyDeleteদারুন সুন্দর সবকটি কবিতাই। পাঠককে মগ্ন করে রাখতে যথেষ্ট সক্ষম। খুব ভালো লাগলো, ভাই!
ReplyDelete