Friday, 17 July 2020

কবিতা

শাপলা পর্ব -৫

কবি গৌতম ভট্টাচার্য এর কবিতা -






১।।    ∆ নিঃ স্বার্থ ∆



আজও কলে জল পড়ার শব্দ শুনি
টপটপ করে 
ঝরে পড়ে বকুল ফুল

মাটির মধ্যে শেকড় চারিয়ে গেছে 
অনেক দূর 

ছায়া দীর্ঘ হতে হতে উঠোনে 
এসে পড়ে 
ছায়ার ভেতর নিজেকে খনন করি

পৃথিবী থেকে
 কিছু ফিরে যায়না চাঁদ -সূর্য- আকাশের কাছে




২।।   ∆ অস্তিত্ব ∆



মৃত্যু খোঁজ কেন? রাত পেরোলেই তো ভোর  

দুর্বল পায়ে আঁকড়ে থাকে দেয়াল
শীর্ষ পাখনায়
খুলে নেয় চলৎ শিকার

মৃদু হাওয়ায় দুলুনিতে 
লেখা থাকে অনেক ঝড়ের পরাজয় 

ধূসর শেকড় ধীরে ধীরে সবুজ হয়

মানচিত্র ধরে 
কঠিন পথটাই চলে গেছে আকাশের শেষ সীমানায়




৩।     ∆  চাতক ∆


আগুন জ্বলছে। পা সেঁকছে প্রতিবেশী 
বন্ধ দরজার ভেতর 
পুড়ছে কাঁচা মাংস 
কালের ছদ্মবেশে নৃত্য করে উন্মাদ 

অন্ধকারের ভেতর 
ছলছল করে শিশুদের বিস্মিত চোখ

ঝলসানো পাতা শুঁকে শুঁকে তৃণভোজী
মুখ ফেরায় গুহার দিকে
দুর্বল হাতে চাকা ঘোরায় পৃথিবী 

নদীর কাছে 
"জল দাও জল দাও"বলে কেবলই ডেকে চলে চাতক




৪।।   ∆ দৃশ্য ∆



পুরনো গাভীগুলি চলে বেড়ায়
ঘাসের ভেতর
জিভ ঢুকিয়ে মুছে ফেলে খয়েরি রঙের দাগ

শক্ত খুরের ভেতর যে এত কোমলতা আছে
কোমলতার ভেতর এত শক্তি
ঝুঁকে দেখছে মুগ্ধ আকাশ

তাদের পিঠে খেলা করে সাদা সাদা পাখি 

এক আহত চিত্রকর
সারাদিন আলে বসে এই সব দৃশ্য আঁকেন
তারপর, কাগজগুলো উড়ে যায় মহাশূন্যের দিকে




৫।।    ∆ ফিনিক্স ∆



বৃষ্টি থেমেছে ।নিভে যাওয়ার মতো 
টিমটিম করে জ্বলছে আকাশ
এক একটা নক্ষত্র পেড়ে দিন রাত স্বপ্ন গাঁথেন

আলো ম্লান হয়ে এলে
নক্ষত্রগুলো কালো মেয়ের মাঝে অদৃশ্য হয়

আকাশের জমিতে জেগে ওঠে মরুভূমি স্বপ্নগুলো
ফিনিক্স পাখি হয়ে উড়ে যায়

ঝড় থামলে 
প্রকৃতির মতো আকাশের দিকে তাকিয়ে থাকেন উদাস





অলংকরণ - শুভদীপ প্রধান

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment