কবি সুদীপ্তা মাইতি’র কবিতা-
১।। ∆ ইচ্ছে-সুতো ∆
ইচ্ছে-সুতোয় বোনা এক দিনের খোঁজ
পাশাপাশি সাজাচ্ছি আজ সন্ধ্যাকে
মোমবাতিরা লুকিয়েছে মুখ
জোনাকিরা আলো হয়ে আছে ।
রাতের সাজ আতসবাজি
আলোকছটা ভিন্ন রঙের
কখনো কখনো খবর নিও
পুড়ে যাওয়া সব বাতিল বারুদের ।
২।। ∆ পালক কথা ∆
পালক খসার দিনে
নীরবতা ঠোঁট চুঁইয়ে নামে
পড়ে বয়স গাছের উপর
অলংকরণ !
মৃত্তিকা চুম্বন বাহানায়
নেমে আসবে
তবেই পাখি চোখ
আলিঙ্গন পাবে ঝরা পালকের
মৃত্যুর !
৩।। ∆ শব্দঘুম ∆
একমনে বসে আছে
পাশে রাখা সাদা থান শাড়ি
সূর্য যে মুখ ভার করে
সময়ের সাথে আজ করেছে আড়ি ।
শোকাহত বাড়িটিতে
শুধু এক কাক এসে বসে
তবু ডাকার সাহস পায় না ।
হঠাত্ পাথুরে শরীর নিয়ে উঠে দাঁড়ায়
বসে পড়ে স্বামীর পায়ের কাছে
মনে পড়ে শেষ স্পর্শখানি
যখন স্বামীর হাত
শেষবার শান্ত হয় তার হাতে ।
তবু কাঁদতে ভয় পায়
যদি কান্নার শব্দে ঘুম ভেঙ্গে যায় ।।
৪।। ∆ ঋণ ∆
হঠাত্ দেখি খাতার ভাঁজে
জড়ো করা পুরাতন ঋণ
এ কি আশ্চর্য!
এমনভাবে সারা খাতা জুড়ে,
ঋণেরাও থাকতে পারে নাকি!
টাকা নয়, কবি কলম ছোঁয়ালেন হাতে
বললেন - এ ঋণ নাকি,
কবিতা লিখেই মেটে ।।
৫।। ∆ মুখোশ ∆
বিল - অ্যাক্ট - ক্রুসিবল্
মৃত্যু সমানুপাতিক
অন্যায় মুখে সাজানো স্টেজ
মুখোশ - গিরগিটি - বাহ্যিক
আমিও অবাক , বাড়ে সংশয়
কীভাবে শাসিতদের মাঝে থেকেও শাসকের গান গাওয়া যায়।
অলংকরণ - মেহবুব গায়েন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
No comments:
Post a Comment