Saturday, 28 November 2020

কবিতা

মাটি খোসা পর্ব-৬






কবি মাহমুদ কামাল এর কবিতা-




কবি জাহাঙ্গীর ফিরোজ এর কবিতা-




কবি অয়ন বন্দ্যোপাধ্যায় এর কবিতা-





কবি অশোক অধিকারী’র কবিতা-



কবি শীর্ষেন্দু পাল এর কবিতা-




কবি শাহানারা ঝরনা’র কবিতা-




কবি কাকলি ভট্টাচার্য্য মৈত্র’র কবিতা-


কবি সাত্যকি’র কবিতা-



কবি শৌভিক চ্যাটার্জী’র কবিতা-




কবি সর্বাণী গড়াই এর কবিতা-






ক্যামেরা- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

Monday, 9 November 2020

কবিতা

মাটি খোসা পর্ব-৫


কবি প্রণব বসুরায় এর কবিতা-


কবি অলোক বিশ্বাস এর কবিতা-


কবি মিলা মাহফুজা’র কবিতা-


কবি সিদ্ধার্থ সাঁতরা’র কবিতা-


কবি তাহমিনা কোরাইশী’র কবিতা-



কবি রণজিৎ মাইতি’র কবিতা-


কবি হরেকৃষ্ণ দে’র কবিতা-


কবি দিলীপ ভঞ্জ এর কবিতা-


কবি অজন্তা রায় আচার্য এর কবিতা-



কবি পিয়াল রায় এর কবিতা-






অলংকরণ- চন্দন কুন্ডু

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

Thursday, 29 October 2020

কবিতা





কবি আযাদ কামাল এর কবিতা-






কবি হারুন অর রশিদ এর কবিতা-




কবি নাহার আহমেদ এর কবিতা-



কবি সুবোধ ঘোষ এর কবিতা-




কবি নাহার ফরিদ খান এর কবিতা-



কবি রাজকুমার আচার্য এর কবিতা-



কবি জি কে নাথ এর কবিতা-




কবি অনিমেষ মণ্ডল এর কবিতা-




কবি বিদ্যুৎ ঘোষ এর কবিতা-





অলংকরণ- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

Monday, 19 October 2020

কবিতা

মাটি খোসা পর্ব-৩



কবি বিশ্বজিৎ দেব এর কবিতা-


কবি দীপক বেরা’র কবিতা-



কবি নিমাই জানা’র কবিতা-




কবি মোহনা মজুমদার এর কবিতা-





কবি সুবর্ণা বর্মন এর কবিতা-



∆∆

অলংকরণ- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

Saturday, 10 October 2020

কবিতা

মাটি খোসা পর্ব-২

কবি শান্তিব্রত বারিক এর কবিতা-




১।।  ∆ কেয়া ∆



১.
কল্পনার সুর ছিঁড়ে ধরে বুক খোলা জামার বোতাম
কিশোরী শরীরে খেলে যায় আগুন রঙের সুড়সুড়ি,
সমান্তরাল আকাশে ঘুড়ি ও পাখির ডানার সাক্ষাতে
কমে যায় জমে থাকা গেরুয়া মেঘের রক্ত মাংস।

জমির উঠোন ভেঙে রোজ কত বেহিসেবী মন প্রাণ
দরজার মুখে গিয়ে ফিরে আসে নিয়ম করে
পরিত্যক্ত সময় লুকিয়ে পড়ে গলির জানালায়
তুলে রাখে ফুটপাথের জীবন শৈলী।

সাদামাটা ভোরে বাতাস মাখার দোহাই দিয়ে
নিজেই হাত ছাড়িয়ে গেলে আগের মতন
তোমাকে হারিয়ে ফেললাম তোমার ভিড়ে....



২.
তোমাকে মনে করি, ভুলে যাই রোজ রোজ
ভুলতে পারি না তোমার কথা, স্মৃতি-মুখ
তোমার ওঠা বসা, হাঁটা চলা, কথা বলায়
ওজন বাড়ে শুধু ভালোবাসার...

স্মৃতি টপকে পৌঁছে যাচ্ছো কালকের ভুলে
আজকের দুপুর রোদ, বিকেলের ঘুমে
তোমার হাসি খেলা, সারাবেলার পুতুল বউ
নোঙর তুলে ভাসে আমার উঠোনে..

তোমার আধুনিক মনের চাহিদায় রেখেছি
ভিখারির পাত্র, প্রেমের ঝুলি প্রভৃতি।
কয়েকটা চুমুর আবদারে নয়, তোমাকে
ভালোবাসি তোমার দুঃখজলের সক্রিয় শোষণে....



৩.
তোমার হাসির রংওলা হলুদ বিকেল
আমাকে ফিরিয়ে নিয়ে চলে স্মৃতির দূরবিনে
আজ তেরো দিনের অভিমানে নীলিমা শরীর
উড়িয়ে ভেসে যাও বাঁশ বাগানের চোখ পেরিয়ে।

শুকনো পাতার মতো খসখসে হৃদপিন্ডে
রোজ ওঠানামা করে প্রেমের পারদ
যদিও দু'সপ্তাহের স্নানঘরে বাসি হয়
জমে থাকা জলচিহ্ন, তবু-
আমাদের ঘরোয়া বিছানায় থেকে গেছে
তোমার স্বপ্ন পুরীর ঘুম,
উঠোনের সমতল ঘাস মাটিতে লেগে আছে
তোমার নূপুর পায়ের হাঁটা চলা,
আমাদের সবুজ সাদা দেওয়ালে বেঁচে আছে
তোমার লাজুক মুখের আলাপন
আর আমার বইয়ের পাতায় পাতায় শুয়ে আছে
তোমার শান্ত ঠোঁটের উচ্চারণ....




ছবি - মেহবুব গায়েন

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

কবিতা

কবি মাহফুজ মুজাহিদ এর কবিতা-





১।।  ∆ ভোর আঁধার হলে ∆



পৃথিবী মরে গেছে
বেঁচে আছে কিছু দীর্ঘশ্বাস 
ঘাসের শিশিরে অশ্রু জমা
সকাল সূর্যে নিরাশার জামা
সারাদিন তাই হতাশার চাষ

পৃথিবী মরে গেছে
নিঃশব্দে রেখে গেছে ফসিল
বুকের আঁচড়ে পাঁজর ভাঙা নদী
স্রোতহীন বয়ে চলে সমূদ্র লোনায়

পৃথিবী মরে গেছে
স্বপ্নহীন বেঁচে আছে মানুষ
ঘাসের বুকে ছবি জমে 
শিশির ভেজা লাল অশ্রুপাত






২।।  ∆ চোখ ∆



একদুয়ারী ঘরে আমার বৃন্দাবন ফোটে
মৃদুহাসি যাচ্ছো হেসে তোমার গোলাপ ঠোঁটে
একলা চোখ কাছাকাছি দেয়না দেখা কেউ
তোমার মনে ডাক দিয়েছো আমার মনে ঢেউ

একদুয়ারী ঘরে আমার আদর ঘুমায় একা
তবুও তোমার নেশায় উড়ি দাওনি কভু দেখা

শিমুল বনে লাল ফুলেতে ভ্রমর হয়ে আসি
বটবৃক্ষ ঝুলের মতো প্রেমের ডালে বসি
বৃন্দাবনে সখি আমার প্রেমের ঘরে তালা
আর ডেকোনা না, ডাকলে তুমি বাড়ে মনের জ্বালা




৩।।  ∆ পাঠ পূর্বাপর ∆



যখন আমরা আমাদের সামনে এসে দাঁড়াই; চাঁদ-সূর্য ভেদ করে আলোর ইশারায় জেগে ওঠে পরস্পরের ছায়া। আমরা বিদ্যুৎঝলকে পাঠ করি অনন্ত গ্রন্থ। 

দীর্ঘ পৃষ্ঠায় লেখা আয়নার মতোন চোখ; কম্পনসুরে ভূমিষ্ট হই সদ্যপ্রসূত শিশুর মতোন। ন্যূয়ে থাকি; ঘৃণায়-কৃতজ্ঞতায়, অবহেলা-অনুশোচনায়। আমি কে? পৃথিবী? মানুষ? ধর্ম? ঈশ্বর-আল্লাহ-ভগমান?

আমরা রোজ আমাদের সামনে দাঁড়াই। প্রতিজ্ঞাবধ্য আমাদের দীর্ঘলিপি ফুটে ওঠে। নিমিষে পাঠ করি জন্মপূর্ব পাঠ-- ভুলে যাই। পিতৃশিশ্নে আমাদের পাঠলিপি মনে করতে পারিনা। ফুলগর্ভে আমাদের শরীরপাঠ্য কেমন ছিলো? 

আমাদের সামনেই আমাদের দাঁড়াতে হয় রোজ। প্রশ্ন ও উত্তরের মাঝে আমারা নিরুত্তর; নিরুত্তাপ হয়ে ঝরে যাই রাত্রির বিছানায়। আমাদের জন্মলিপি আছে, মৃত্যুলিপি লেখে ইতিহাস। আমাদের সামনে আমরা আছি। স্রষ্টার সামনে লিপিবদ্ধ দিনলিপি; অমীমাংসিত ইতিহাস।





ছবি - মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

কবিতা

মাটি খোসা পর্ব-২

কবি এইচ আলিম এর কবিতা-





১।। ∆ ভেতর থেকে পুড়ে যাচ্ছে নীরবতা ∆



নাটায় - সুতার খেলা একদিন থেমে যাবে /
মুক্তিরবার্তা পেয়ে, ফের উড়াল দেবে মন।/
মায়াময় আচঁল ভেদ করে নিরুদ্দেশ প্রেম,/
তার হৃদঘরে নিখোঁজ পত্র পৌঁছে দেবে। /

কুয়াশামাখা হলুদখামে নিবেদন পড়েই /
ভোর পতনের আওয়াজে কান পেতে রবে।/ 
বুক পকেটে  মিশে থেকেও যোজন পথ দূরে/
নিয়ম ভাঙ্গার গানে মুগ্ধতার নিঃশ্বাস ঝড়ে/। 

শীত বিকালের বারান্দায় তোমার সময়গুলো/
হিসাবি হয়ে মিশে থাকে জমানো স্মৃতির ঘরে।/
তারপর, সবুজ প্রান্তরে দাঁড়িয়ে ভেবেছি/
ভেতর থেকে পুড়ে যাচ্ছে নীরবতা,/ 
কাঁচের মত ভাঙ্গছে নির্জনতা, /
গড়ছে কেবল জোনাকীর তীব্র আলো। /




২।। ∆ তখন পুরুষ হয়ে উঠি ∆



তোমার ঠোঁ‌টের ভাজ, /
না‌কের গড়ন আর-/
চো‌খের ভাষা পড়তে পড়তে/
পুরুষ হ‌য়ে‌ উঠি।/

পুরুষ হলে, তুমি কি/
গোলাপেরমত লাল হয়ে যাও?/
আমার লাল কিম্বা কালোতে কিচ্ছুই /
আসে যায় না। আমি চাই-/
তুমি প্রকৃতিরমত প্রশস্ত হও/
প্রশস্ত হতে হতে/
বুকের বনভূমিতে বসত গড়ে তোল। /

অথচ সেদিন তোমার উড়োচুলের /
ঢেউ দেখেই প্রেমে পড়ে গেলাম।/
তোমার হাতের মেহেদি রঙ/
চোখের কাজল, কানের ঝুমকো,/
কলাপাতার জামা, পায়ের জুতা/
কফিমগে লিপিস্টিকের ছোঁয়া/
দেখতে দেখতে আবারো-/
পুরুষ হয়ে উঠি। /





৩।। ∆ সে ফিরে যেতো যখন ∆



গ্রীষ্ম তাপানো পথে তখনো থেকে যায় কথা!/
অথচ শহুরের বৈকালিক হাটে,/
মচমচে ফুচকার চুপসে যাওয়া প্লেট,/
কফি মগে গাড় লাল রঙের লিপিস্টিক,/
দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া টিস্যু,/
ছড়িয়ে থাকা কাঁচা মরিচের টুকরো, /
বিল প্যাডে কালো রঙের যোগফল,/
শুণ্য চেয়ারের পাশে বসে থাকা ভাবনা-/
পড়ে থাকে দায়বদ্ধ হয়ে।/
অথচ, তার পার্স, ছড়ানো আঁচল,/
চকচকে জুতো, আয়রন করা জামা/
খোঁপাার ফুল, হাতের ঘড়ি,  /
চোখের কাজল, ঠোঁটের লিপিস্টিক/
সব তেমনি থাকতো, যেমন নিয়ে আসতো।/
বসন্ত বিকেলের বাতাস দিয়ে/
যখন সে ফিরে যায়/
পড়ে থাকতো সবুজ পাতার/
কম দামে কেনা লাল গোলাপ।/




ছবি - মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

কবিতা

মাটি খোসা পর্ব-২

কবি মোঃ হুমায়ুন কবীর (অর্ণব আশিক)এর কবিতা-






১।।  ∆ একটা ঝলমলে জীবনের খোঁজে ∆ 



প্রকান্ড গাছের গুড়ির মত ওদের জীবন
কচু পাতার উপর টলটলে জলের মত ওদের জীবন
গরিলার হাতের মত ওদের পেশি, আকাশের মত ওদের বুক
ওরা পেশাজীবি শ্রমজীবী। 

ওদের জীবনের গায়ে ফুটে আছে কষ্টের  থোকা থোকা ফুল,
টুকরো টুকরো বাঁচার আকুতি নিকষ কালো আঁধারে মিলায়
বুকের ভিতর আর্তনাদ করে কষ্টের বিষন্নতা 
কাস্তে শাবল হাতুড়ি ঠোঁট বেঁকিয়ে হাসে
ওরা তবু লড়াই করে বাঁচা-মরার। 

পুঞ্জীভূত মেঘের মত কষ্টগুলো 
খুঁটে খুঁটে জীবনের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়
দারিদ্র্যের কষাঘাতে ক্ষত-বিক্ষত দিনগুলো রক্তাক্ত হয়
তবুও ওরা জীবনকে বাজি ধরে বাঁচা-মরার নর্দমায়। 

ওরা একটা ঝলমলে পেলব দিন খোঁজে 
ওরা একটা সুন্দর সমাজ খোঁজে 
ভাত কাপড় বাসস্থানের নিশ্চয়তা খোঁজে 
ওরা একটা ঝলমলে জীবন খোঁজে। 





২।।  ∆ আলোর মধ্যেই অন্ধকার ∆



শ্যামলী থেকে মিরপুরের বাস ধরেছি
বাসের ভিতর আগাছার মত মানুষ
গিজগিজ করছে, অনেকের মুখে মাস্ক লাগানো, কারো কারো হাতে আছে গ্লাভস 
অনেকের কোনটাই নাই, 
ভাইরাস, মৃত্যু এদের কাছে নস্যি
সকাল বেলা হাঁটতে বেড়িয়ে শিশির ভেজা ঘাস যেভাবে মাড়িয়ে দেয় মহাদেবের মত মানুষ, আমাকেও মাড়িয়ে দিয়ে একজন বললো 'সরি'।

গাড়িটা হঠাৎ থেমে গেলো
ট্রাফিক সার্জনের একটা হাত ড্রাইভারের সাথে করমর্দন করতেই গাড়িটি আবার চলা শুরু করলো। একজন যুবতী চিৎকার করে বললো আপনার কী মা বোন নেই ?
আমি তাকিয়ে দেখি একটা লোক তার পাশ থেকে সরে গেলো হন্তদন্ত হয়ে

এর মধ্যেই 
একজন হেই হেই করে উঠলো, 
নিয়ে গেছে নিয়ে গেছে সব,আমার জামার পকেট ফাঁকা,  হাউ মাউ কান্না; 

চাঁদের আলোয় কত কী ঘটে, দিনের আলোতেও  ঘটে, 

আসলেই কী দিনের আলো আছে? নাকি এখন আলোর মধ্যেই অন্ধকার?





৩।।  ∆ সম্পর্কের ধারাপাত ∆



সময় বড়ো অদ্ভুত 
মুছে দেয় পদচিহ্নমালা
খুব যত্নে রাখা  সম্পর্কও;
বেঁধে রাখা মন শুধুই দোল খায় 
ভুলে যায় চলার কথা, 
জানেনা কোন জল কীরকম।

বাঁধন খুলে দিতে হয়
যেভাবে খুলে দেয় ভোরের আলো
বন্ধ রাখা দরজা সব সব.
সময় মাপুক সম্পর্কের ধারাপাত.....




অলংকরণ - মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০