কবি পায়েল দেব এর কবিতা-
১.
∆ নিরাকার ∆
বহুদূর বিস্তৃত ঘর৷ মানুষ শোক ফেলে যেত। এখন ভালোবাসা ফুটেছে,আশাবরীর সুরের মতো বিভা।কিছু শিশিরপাত বিছিয়ে আমরা শুতে যাই। দেখি দুটো হরিণ জিভে চেটে নিচ্ছে অসুখ। আমাদের ভাঙা পা দিব্বি জুড়া লেগে গেছে। হেঁটে পেরিয়ে যাচ্ছি ঘরের বিস্তৃতি। পেছন পেছন ক্রমে লম্বা হচ্ছে হরিণের ছায়া।
হা করে দেখছি ঈশ্বরের অবতার-
কিছু গাছ নদী হয়ে যাচ্ছে
কিছু দুঃখ বেড়ালের মতো
কিছু কাক বিধবা-সাদা
চারপাশে পাথর
পাথর ঢুকছে আমাদের ভেতর
আমরা ঈশ্বরের মতো শক্ত হয়ে যাচ্ছি
২.
∆ মরা-উপন্যাস ∆
এখানে নিহতের কোনো নাম নেই
বাকিরা নষ্ট নাগরিক
মুখে মুখে ঘুমের মাউথ অর্গান
এমনি এক দেশে
আমরা বাস করি, হিজিবিজি লিখি,
যা কিছু বোঝা যায় না
যেমন শালপাতার রং বেগুনি
তার উপর ক্ষুধার বাদামি লাইন
বোঝার মতো কি এসব?
তবু হঠাৎ কম্বলটম্বল সরিয়ে
মরা আলোর ভিতর লিখতে বসলে
ভুয়া শব্দ সংশ্লেষ শেষ হলে
আলো আসে,
শিশিরে শিশিরে জাপটে ধরে ধানের ডগা।
আর কে কাকে প্রথম চুম্বন করেছিল,তার নাম?
কেউ লিখে না।
মৃতের তালিকা থেকে বেরিয়ে এক লোহা-খোঁজা যুবতী
ত্রিরঙা কাপড়ে কাচের চুড়ি বেঁধে
রোজ গেটের সামনে কান পেতে দাঁড়ায়
দূর থেকে হাঁক আসে, "ভাতফুল চাই ভাতফুল, লাল নীল হলুদ?"
৩.
∆ রিপোর্ট ∆
ওর দাপাদাপিগুলি নিজের মধ্যে ধারণ করা ছাড়া ওকে শান্ত করা যায় না
আমি পারি না এসব
আমার এখনও হাঁটু ব্যথা নেই, মায়ের আছে
ডাক্তার বলেছে ইদানিং মায়ের শরীরে বাসা বেঁধেছে এক নিঃস্ব বাত
৪.
∆ আশ্রয় ∆
ঘুমোচ্ছিলাম
পাশেই বিশ্রামরত ছিল ৭ ফুটী শ্মশান
একটি চিল উড়ে এল
এসেই শ্মশানটিকে তুলে নিয়ে গেল
পিছনে কুকুরের মতো ধাওয়া করতে করতে
বৃষ্টির জঙ্গলে ঢুকে দেখি
মাঝ বরাবর সরু রাস্তা
অনেকদূরের পর একটি শুকনো খাঁখাঁ মাঠ
চিলের হাট বসেছে
কত লোকের শ্মশান এনে জড়ো করেছে তারা
ক্রেতার মতো ঢুকে পড়েছি বাজারে
হাঁটছি...
কোথাও খুঁজে পাচ্ছি না
মাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, নেই
আবার কোনও বৃষ্টির জঙ্গল শুরু হবে
হয়ত চিলের ছানারা কোনও চিলেকোঠায়
লুকিয়ে ফেলেছে আমার শেষ আশ্রয়টুকু
৫.
∆ আশ্রয় ∆
উল্কাহত গ্রাম
মাইল মাইল পরিত্যাক্ত শালবন
কাউকে কথা দেয়নি
তবু প্রত্যেক আগামী বসন্ত অব্দি অপেক্ষা করা তার স্বভাব
বনের ভেতর একটি কোকিল
বসন্ত ছুঁয়ে আশাবরী গায়
উল্কাহত গ্রাম- ঘর নেই,
ছাদ ঝুলে আছে দোলকের মত
বুকের ভেতরে একটি বাবুই
ঘর গড়ছে,আর তছনছ করে দিচ্ছে অহরহ।
ছবি- মেহবুব গায়েন
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
অসাধারণ!
ReplyDeleteঅসাধারণ!
ReplyDeleteখুব সুন্দর পায়েল
ReplyDelete