Monday 12 April 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৫

পার্বতী রায় এর কবিতা-




১.

∆ ইঙ্গিতে ∆



তোমার না বলা কথায় কিছু ইঙ্গিত ছিল
তোমার না বলা কথায় ছিল কিছু বৃষ্টিদিনের ডাক 
আমি ধুইয়ে দিয়েছিলাম কথাদের গ্রাম 
আলোচিত প্রজাপতির থেকে উড়ে এসেছিল কিছু বসন্তের ঠোঁট ও ফুলেদের তরতাজা নমস্কার 
 
জানতাম না পলাশ ফুলের ধৈর্যের কথা 
তাই বসন্তকে বারবার ফিরিয়ে দিয়েছি 
আমার বসার ঘরে কোনো ফুলদানি ছিল না 
ছিল কিছু হারিয়ে যাওয়া দিবাস্বপ্নের ধ্বংসাবশেষের প্রশংসা পত্র 
 
বেঁচে থাকার নামে এতদিন আমি কিছু ডিগবাজি কিনেছি




২.
∆ মৃত্যুর আগে ∆



এসেছি তরুণ জল ভেদ করে 

ওই দ্যাখো, মাটির নিচে শিকড় 
রক্তের ঘ্রাণ লেগে আছে  

কে জানে মরণযন্রণা 
তবুও মৃত্যুর আগে একবার ডাক 
দিয়ে যেতেই হয় প্রিয়জনদের 

কখন কোন খানাখন্দ থেকে
 উঠে আসে মৃত্যুর দূত
কেউ কি জানে !




৩.
∆ অনুভূতির প্রেক্ষাপট ∆



 অনুভূতির প্রেক্ষাপট বদলে গেলেই
চেনা মুখ গুলোও কেমন হারিয়ে যায় 

খানিক জিরিয়ে নিই 
জলের অন্য প্রান্ত থেকে ভেসে আসে সুর

এই নগ্নতা গুলো রোজ ঢাকি
ঢেকে রাখি সম্পর্কের আঁচড়
 দৃঢ়তার সাথে 

আর কোনোদিন ফুলের সাথে মেলাবো না নিজেকে 
দু'হাত বাড়িয়ে মেঘ ধরবো 
নখের আড়ালে লুকিয়ে রাখবো নদী 
আর অনুভূতির বোরোলিন




৪.
∆ চাইলেই ∆




 চাইলেই কি ফিরে আসা যায় 
মুখের কাছে নদীটির ছায়া 

বিকেল বলতেই দরজা খুলে গেল 
অপ্রাপ্তির ঢেঁকুর ...

কেউ কেউ ককিয়ে ওঠে চাকার সাথে 
এখন থামতে বোলো না !

হিসেবে রেখেছি মাটির 
গঙ্গার ধার , পরিচিত মুখ 
দু একবার কাছে এসে দাঁড়ালেই সন্ধে নামে



৫.

∆ চিবুক ∆


 চিবুকের সারল্য দেখে বুঝেছিলাম বৃষ্টি আসবে 
কোনখান থেকে জন্ম নিচ্ছে কথারা !
স্বরবর্ণের গায়ে রোদ উঠলো 

নিয়ম করে হারিয়ে যাওয়াই পাখিদের কাজ 
কাব্যের ডানায় লেখা থাকে স্মৃতির এপিটাফ




ছবি- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০


No comments:

Post a Comment