Monday, 12 April 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৫

প্রতাপ হালদার এর কবিতা-





১.

∆ এইসব সাধ ∆

 

কতকাল মানুষ হয়ে আছি!   

জাঙাল পেরিয়ে ভাবি আমার ঠোঁটও কুটোকাটা নিয়ে নীড়ের ওম চেয়েছে

ভাবি বেরেলা ফল হব

জুয়েল পোকার গায়ে রোদ্দুর

কোনো জীবিকা নেইকোন রাজনীতি নেই

খেই খেই নেই


কতকাল মানুষ হয়ে রয়েছি!


একদিন,  তোমাদের  এই ধ্বংসের ভেতর থেকে  

কানশিরে ফুলের রেণু ছুঁয়েচুপচাপ হেঁটে আসি

 

 

 

২.

∆ নির্দিষ্ট ∆

 

নাচের মেয়েটি রেণু রেণু দুপুরেপ্রেম বুঝি এইসব 

বারবার বেরোনোর আয়না

গানে ভরে যায় পথহাতে বালিজল 

দূরের আঁধারে ডেকে আনে

একটা স্তব্ধবিন্দু -

 

যেন লুকনো অভ্যাসে ঘুরে আসি মাটির কিনারা 

 

 

 

৩.

∆ আশ্রয় ∆

 


এটুকু ভাত পেয়ে নিজেকে ধন্য মনে করি

একটি তারা তুলসিতলায় এসে মায়ের খোঁজ নেয়

সবচেয়ে আনন্দ যেদিন ছিল তাঁতে বোনা দুপুর

কখনো কান্না অপ্রকাশ্যে থেকে যায় কাগজিফুলের চারপাশ

প্রাণ ফিরিয়ে দিচ্ছে কীভাবে যেন    

এমনই কিছু আমার গানের ধুলো গায়ে পায়ে 

আকড়ে ধরে থাকি    

 

 

৪.

∆ দাওয়াই ∆

 

নদী রাখি আমার পাশে

নির্জনতা রাখি 

ছুঁয়ে আছে শূন্যতার মধ্যে

বন আলোর আয়ু   

 

এইতো চেয়েছি আমি নেহাত পেরোবার নামে

জল ও পথের কাছে চেয়ে থাকা বাঁক 

নির্জনতা পেলে,       

সেরে যায় অসুখ

 

 

৫.

∆ রেডিও ∆

 

পাটসুতোলি বাঁধা ঠোঙা খুলে দেখা চোখ আমাদের

এ লোভ

রেডিওর কাটার মতো এসে দাঁড়ায়

 

বেজে ওঠে গান

খিদে সেরে যায়  

 

আবার কিছু বৃষ্টির মতো শব্দে দুপুর ঘিরে আসে  




 

ছবি- মেহবুব গায়েন


০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০


No comments:

Post a Comment