Wednesday, 20 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৩

দেবাশিস সাহা'র কবিতা -

∆∆
শস্যগোলা

মা রঙের মেয়ের কাছে
জন্ম থেকেই শস্যগোলা 
বয়স বাড়তে থাকলেই
ঘড়া পূর্ণ হতে থাকে শিশুখাদ্যে
বাবা রঙের ছেলের কাছে থাকে 
সেই শস্যগোলা খোলার চাবিকাঠি 
ছেলে রঙের বাবা মন পাঠায়
মেয়ে রঙের মায়ের কাছে
জোছনায় ভেজা মন
পাহাড় সমুদ্র পেরিয়ে পৌঁছে যায়
সেই শস্যগোলার কাছে
আড়ালে হেসে ওঠে ঈশ্বর...... 


∆∆
সম্পর্ক 

অপমানে পুড়ে পুড়ে
খাঁ খাঁ বাজপড়া তালগাছ
কোথাও কোনো স্নেহ নেই  প্রেম নেই
শুধু অবিশ্বাসের হাওয়া খেলা করে
পোড়া তালগাছের ছায়ায়
ছায়ার আড়ালে অভিমান জমে জমে মেঘ
ছায়ার কাছে মা এসে দাঁড়ালেই
ঝর ঝর 
             ঝর ঝর 
 ঝর ঝর
মা ও তালগাছের সে কি কান্না
শান্তি  
শান্তি 
শান্তি 


∆∆ 
ডেডবডি

একদিন   টুপি থেকে চলে যাবে গন্ধ
একদিন   ডাকনাম ভুলে গিয়ে 
   সবাই তোমাকে ডেডবডি বলে ডাকবে
একদিন 
          সবকিছু নদীতে ভাসিয়ে দিয়ে
  চুমু খেতে চলে যাবে চুল্লির ভিতর... 


∆∆ 
চন্দ্রপৃষ্ঠ ও কলঙ্ককথা

চাঁদে তোমার আলতা মাখা পায়ের ছাপ
আলতা ও সিঁদুর খেলা কি
মহাকাশে মানায়
কানাই এখানে বাদাম ফেরি করে
তুমি তো এখন চন্দ্রকলা
তোমার বিন্দি জ্বলে 
আমরা চাঁদ বলি
জোছনা এসে সরিয়ে দেয় আড়াল 
মেতে উঠি মাতনে
তুমি চন্দ্রবিন্দু পাঠাও
আমি পৌঁছে যাবো
 তোমার কলঙ্ক মাখা কপালে। 
অলংকরণ - সুধাংশু বাগ
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment