Thursday 21 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৩


মিসবাহ জামিল এর কবিতা -

∆∆
ফারিহা ঋতি

ভালো লাগে বলে বন্ধু ফুল হয়ে চলি
এমনই আমার জীবনের অলিগলি 
ভাবি, ফুল ছাড়া এ জীবনে কিছু নেই
আমি তো লুকিয়ে আছি নামের ফুলেই

ভাবনায় ছেদ পড়ে; মনে হলো এক
কোপ দিয়ে কেউ কেটে দিলো কলাগাছ
অথচ দেখেছি আমি তোমার স্বরূপ
পুড়ে খাক হচ্ছি যেন আগর কি ধূপ!
ভিতরে হয়েছে সৃষ্টি প্রেম-ঘূর্ণিনাচ
হৃদয়ের মাঝে বিদ্ধ তাড়না-পেরেক

তোমাকে বলছি, শোনো, হে ফারিহা ঋতি,
ধুলি ঝাড় নমুনায় দূর করো ভীতি
ঢোলের মতন প্রেম ঝুলিয়ে স্ব গলে 
ফাটে না এমন তালে বাজাও নিরলে


∆∆
বিপ্লব

মানুষ, প্রেমের আঠায়
ঐক্যবদ্ধ হও
উড়া শিখো
শূন্য থেকে পাথর হয়ে নামো
জালিমের মাথার ওপরে 

স্বস্তি বের করতে হবে
নারকেল ফাটিয়ে যেলা পানি বের করি


∆∆
অনুসন্ধান 

আমি মেয়েমানুষের ভিতর দেখি
নিজেকে বেড়াই খুঁজে 
পুকুরে পলো দিয়ে
মাছ ধরার পদ্ধতিতে

মেয়েমানুষের মন-ময়দানে 
নিজের ঘরান খুঁজি
কুত্তা যেলা মরাগোরুর গন্ধ শুঁকে 
সামনে এগোয় 

অলংকরণ- সুধাংশু বাগ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment