Wednesday 13 March 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৯

তীর্থঙ্কর সুমিত‌ এর কবিতা -

ভালোবাসার দেবালোকে


স্তম্ভের ওপর আরো কতগুলো স্তম্ভ দাঁড়িয়ে আছে
দারুন অনিচ্ছায় একটা বটগাছ দুলছে
হাওয়ার সঙ্গে সঙ্গে 
নিঃসর্গ ও মানুষ অঙ্কনচিত্রে ক্রমশ বদলে যায়
অক্ষম শিলালিপি ক্লান্ত হয় পথে পথে
ধারাবাহিকতার পরিবর্তন সূচিত হয়
আঁকার সাদা পাতায়
দীর্ঘদিন পরে আরো কত নীরবতা ভেঙে
নিজেকে অটুট রেখেছি 'কবিতা' র কাছে
এইভাবে একদিন পৌঁছে দেবো অনিচ্ছার মানবজন্ম

ভালোবাসার দেবালোকে।


সূচনা


ইচ্ছের ছুটি হয়েছে বহুবছর আগে
মানস সরোবরে ফেলে আসা ঐকান্তিক ইচ্ছে
সময় পাল্টে গেলে মুখের বিবর্তন ঘটে
অসহায় ঝিনুক খোলস ছেড়ে...
আত্মতৃপ্ত পথে এক দারুন অনুরণন
কলিং বেলে পাখির ডাক
ছন্দেলা সুরে গেয়ে ওঠে নদী
জলের বিবর্ণ ইতিহাস পথ চেয়ে বসে থাকে
মুক্তির আত্মশুদ্ধিতে
তাই প্রাচীন দেওয়ালের গায়ে

এখনো কত পতঙ্গ ইতিহাসের সূচনা করে।


সম্বল


নিজেকে অটুট রেখে
প্রতিদিন ভেঙেছি আড়ালে
নির্মল ঝিলের পাশে বসে
বাংলার রূপ দেখতে দেখতে
চাওয়ার হাত বাড়িয়েছি নদীর কাছে
সবুজ ঘাসে সকালের ঘুমকে দেখেছি
একান্তে স্বপ্ন দেখতে...
বাড়ির পেয়ারা গাছে
বেশ কিছুদিন হলো সেভাবে আর পাতা ঝরেনা
নতুন পাতায় ডাল ভরেছে
আমি একাকী তার সংরাগ দেখেছি

প্রক্রিয়াহীন জীবনে শুধু প্রতিক্রিয়াই সম্বল।

ছবি - মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment