দেবশ্রী দে এর কবিতা -
∆
পলাশ
গল্প বলা হচ্ছে দেখে
কেউ কেউ ছুটে গেল রাতের শেষে
তখনই প্রবল হাওয়া,
তখনই তোমার দরজা খুলে যাওয়া
নিশ্চিন্ত হতে হতে ভাবি
যাদের গায়ে এখনও শীত লেগে আছে
যাদের গায়ে এখনও চাদর,
তুমি তো তাদের কাছে আলো হবে ঠিক
আমি কোন অন্ধকার স্বরে বৈকুণ্ঠের পলাশ কুড়োব?
∆
ভিজে যাও তবে
আমাদের ছবিতে কত রং
বসন্ত, কাচের গ্লাসে বেগুনি তরল
চুমু খাচ্ছি দেখে যারা হেসে ফেলল খুব
তাদের মুকুল দাও, গন্ধ শুনুক
আমি কারও নই, কেউ নয়তো আমারও
ভিজে যাও, ভিজে যাও চোখে
সাধের নৌকাটিতে শোক নেই ডুবে দেখবার
আহত নেশার মতো তোমাকে জেনেছি
∆
সেবা
এই যে বারান্দায়
জ্বর এল রক্তদাগ বেয়ে
অলৌকিক ভাবুক যে যেমন লোকে
তুমি জানো, এইসব বৃথা গবেষণা
কী তরঙ্গ খেলেছে এই কাছে-আসা-দিনে
তুমি জানো, বসন্ত কেমন বেদনা
সেবা আনো অপরিচিত হাওয়ার দখিনে
গল্প বলা হচ্ছে দেখে
কেউ কেউ ছুটে গেল রাতের শেষে
তখনই প্রবল হাওয়া,
তখনই তোমার দরজা খুলে যাওয়া
নিশ্চিন্ত হতে হতে ভাবি
যাদের গায়ে এখনও শীত লেগে আছে
যাদের গায়ে এখনও চাদর,
তুমি তো তাদের কাছে আলো হবে ঠিক
আমি কোন অন্ধকার স্বরে বৈকুণ্ঠের পলাশ কুড়োব?
∆
ভিজে যাও তবে
আমাদের ছবিতে কত রং
বসন্ত, কাচের গ্লাসে বেগুনি তরল
চুমু খাচ্ছি দেখে যারা হেসে ফেলল খুব
তাদের মুকুল দাও, গন্ধ শুনুক
আমি কারও নই, কেউ নয়তো আমারও
ভিজে যাও, ভিজে যাও চোখে
সাধের নৌকাটিতে শোক নেই ডুবে দেখবার
আহত নেশার মতো তোমাকে জেনেছি
∆
সেবা
এই যে বারান্দায়
জ্বর এল রক্তদাগ বেয়ে
অলৌকিক ভাবুক যে যেমন লোকে
তুমি জানো, এইসব বৃথা গবেষণা
কী তরঙ্গ খেলেছে এই কাছে-আসা-দিনে
তুমি জানো, বসন্ত কেমন বেদনা
সেবা আনো অপরিচিত হাওয়ার দখিনে
অলংকরণ - নিশিপদ্য
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment