নীলম সামন্ত এর কবিতা -
∆
হঠাৎ মেঘ চলে এলে
হঠাৎ মেঘ চলে এলে
মস্তিষ্কে অঙ্কুরোদগম ঘটায় অজ্ঞাতবাসের দানাপানি
মাথার ওপর চিল
ঘিলুতে বন্দী হয় লুব্ধক
নানান মাপের ফানেল, ভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন
বাষ্পের আগল খুলতেই উড়ে যায় প্রশ্রয়জনিত চাঁদমুখ
চন্দনের হাওয়া মহল
চাঁদ আর চন্দনের মধ্যে কোন ব্রিজ নেই
অথচ ভাষ্যকারের সামনে জয়েন্ট স্ক্রিন
সম্প্রচারিত হতে চায়
বেহেশতের ছোলা গুড় আর তেল জলে ডুবে থাকা পেপার ওয়েট
∆
হেমন্ত আসছে
প্রথম যাম পেরিয়ে যাচ্ছি
এখন লিঙ্গ নির্ধারণের সময়
প্রেম করার নয়
অপ্সরার পোশাকে সাপের ছোবল
আসনে নির্বাচনী শ্লোগান
... উচ্চারণে দ্রাক্ষারস
চড়াই-উৎরাই পেরিয়ে ভিজে যাচ্ছে রোমাঞ্চিত স্নানঘর
শার্সির বাইরে দেখ একটুখানি আলোয়
লাইন ধরে বসে আছে জলছাপ পালক
হেমন্ত আসছে
শিশিরে ভিজে যাচ্ছে ব্রহ্মলোকের দ্রুমরাজ
∆
আগামী দশদিন পর
বৈকুণ্ঠধাম থেকে পালিয়ে আসা মেজাজ
আর পেরেকের রাজকোষে
হাই তোলা দৃশ্য
অতঃপর
গল্প তৈরি হওয়ার কারখানায় ভাবনাদের উন্নয়নে
জিভ কার্যকরী না হলেও
পাকস্থলী প্রব্যাবিলিটির ধাপে বসিয়ে দেয়
বিষক্ষয়ের উঁকিঝুঁকি
এই সব দেখেশুনে, আঁশের খাঁজে ঢুকিয়ে দিচ্ছি
দ্বিতীয় রিপুর তরতাজা হাত-পা
আগামী দশদিন পর
গরু দান প্রসঙ্গে উল্লেখ করব
শিল্পের অভাব আর হাওয়াই চটির বিজ্ঞাপন
অলংকরণ - প্রসাদ মল্লিক
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment