শম্পা সরকার ঘোষ এর কবিতা -
[] বিষ রঙ...
গুবরে পোকারা রাত-সীমান্তে ঠেলে নিয়ে চলেছে মন্থনজাত গরল।
ঘন ঝোঁপে সার বেঁধে বসে আছে কুন্ডলীকৃত সরীসৃপ।
চেরা জিভে মেখে নিচ্ছে ঝরা ঘামের গন্ধ।
কেয়াফুলের সুবাসেও ওরা অমৃতা হল না!
তাড়ু বেদেনী বেচাকেনা ছেড়ে দিয়েছে বলেই
ঝাঁপির ভিতর নীলাভ অন্ধকার জমেছে এত!
বিষের মতো থকথকে নীল রঙ।
ডুগডুগির শব্দ শুনলেই মাথাটা দুলতে থাকে অভ্যাসে।
ভোর রাতে গৃহস্থ উঠোনে, গলবস্ত্রে সিধে সাজিয়ে বসে আছে।
তারপর, গলা ছেড়ে গাইছে-
"জয় জয় মা মনসা, জয় বিষহরি গো-
বন্দনা করি মাগো মা মনসার চরণে,
জয় জয় মা মনসা..."
[] কাকবলি...
নতুন ধানের আলো চালের গুঁড়িতে তখনও উড়চুঙ্গা পোকার ডিম লেগে।
লক্ষ্মীগাইয়ের বৃন্তগালা দুধে নবান গোলার স্বাদই আলাদা।
কলার পাতায় নাড়কেল নাড়ু আর সাত রকম ফলমিষ্টি রাখা আছে,
সঙ্গে নবান গোলা দিয়ে কাকবলি প্রথা পালন হবে।
মৃত আত্মার হাতে আর পাতে গড়াবে সেই স্বাদ…
আজ অন্নপূর্ণা এসেছে,
বুড়ো শিবের ঝোলায় নৈবেদ্য দেওয়ার সাধ জন্মান্তরের।
[] গৃহলক্ষ্মী...
ঘাটের পিছল পথে ছায়া ছায়া আনাগোনা,
তালপাতা খসে পড়লেই চমকে ওঠে দাগগুলো।
কাঁখে চেঙারী আর লন্ঠন হাতে হেঁটে যায় গৃহলক্ষ্মী-
কাদাছাপে আরও কেউ কেউ আসে।
ওরা গুহাবাসী, এখনও আদিম -
জনসমক্ষে ছায়া হয়ে যায়।
মাড় আর ভাতের লড়াই চলে মিশকালো খিদের থালায়,
আঁধারে চোখ সয়ে গেলে ; আবার বুজে আসে চোখ!
গৃহলক্ষ্মী কোলে তুলে নেয়-
মুঠো ভরা বীজধান আর একসরা কাদানো মাটি।
অলংকরণ - কনিষ্ক শাসমল
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
No comments:
Post a Comment