Sunday 21 February 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-১

কবি ফিরোজ শাহ এর কবিতা-






১.

∆ মুখ ∆



আয়না জল হয়ে যাচ্ছে

চোখের ভেতর থেকে উড়ে আসা বালিহাঁস 
সাঁতার কাটছে
রেখে যাচ্ছে পালক

বহুদূরে জলে মুখ দেখছে একটি মশলাগাছ। 





২.

∆ গামছা ∆



চৈত্র
একটি লাল গামছা
জমা হয় রোদের স্তূপ

বরফমেয়ে
শীত সিজনে গামছাটি 

লাল পাখি হয়ে উড়ে যাচ্ছে হিমালয়ের দিকে। 




৩.

∆ ছাতা ∆



সূর্যের মুখ বরাবর 
একটি ফুটন্ত  ফুল 
ছাতা হয়ে 

ঢেকে দিচ্ছে রাতের ছায়া। 




৪.

∆ স্নানঘর ∆



গোলাপগাছে
ফুল ফোটার আগে চলে আসে মৌমাছি

বিকেলের হলুদ ভেঙে সায়ার ভেতরে নেমে আসে ক্ষুধার্ত সন্ধ্যা
খেয়ে ফেলে গাছগাছালি

ঝিঁঝিপোকার ডাকে
তীব্র গন্ধ ছড়িয়ে গোলাপগাছ চলে যায় স্নানঘরে।




৫.

∆ বৃষ্টি ∆



মেঘের ভেতরে

একটা সাদা হাতি  উড়ছে
ধূলিঝড়ে বনে নেমে

বৃক্ষের নির্মিত সবুজ রাত্রি 
মটমট করে ভেঙে ঢুকে যাচ্ছে লোকালয়ে
বিধস্ত বাড়িঘরে 

মানুষ খুঁজে বেড়াচ্ছে হাতির সাদা দাঁত।




ক্যামেরা- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

No comments:

Post a Comment