Friday, 31 July 2020

কবিতা

শাপলা পর্ব -১১

কবি বনশ্রী রায়দাস এর কবিতা-






১।।    ∆ প্রস্তুতি পর্ব -- এক ∆

                     


আলোর চমক নিয়ে বিদ্যুতের তার 
উত্তর থেকে দক্ষিণ মেরু ,
যেতে যেতে জিরিয়ে নেয় পাহাড়ের গায়ে 
আবার ঘুমিয়ে পড়ে ক্লোরোফিলের
নরম আস্তীর্ণে ।

মাটির শিরা উপশিরা কাতরাতে থাকে
পালক-ভেজা জলের অপেক্ষায় ,
প্রেম নামের বিভীষিকাময় ছায়া ফেলে 
আউলা মেঘের হম্বিতম্বি , উলগ্ন গর্জন  ।

সে জানে না নদী ভয়ঙ্করী হলে তার 
স্রোতে ও জ্বলে উঠবে বিদ্যুতের আগুন  ।

             


২।।    ∆  প্রস্তুতি পর্ব  -- তিন ∆

                     


অক্ষর বৃত্ত থেকে ভয়ঙ্কর ঘুর্ণাবর্ত 
হাওয়া ঝটকা ধাক্কাধাক্কি বেশুমার 
ভিতর কম্পন মোচড় দিয়ে ওঠে চক্রনাভি ।
বেহুঁশ ছাতা উড়ে উড়ে বেহুদা  
ভিক্টোরিয়া থেকে সেন্টপল ক্যাথিড্রাল হয়ে 
কানামাছি খ্যালে অকাদেমি চত্বরে 
ভাপ ওঠে একশো বছর আগের ইট পাথর
কাগজ কলমের দলিল থেকে ।

এদিকে পরস্পরের অভিযোগের তর্জনীতে 
বুদবুদ যোগ্যতা মাপছে 
আর রক্ত ঝরছে কালের বিষোদ্গারে ,
রক্তে ভেসে যাচ্ছে একটি নাড়ি ছেঁড়া 
সভ্যতা ও সংস্কৃতির হৃৎপিণ্ড ।

          



৩।।   ∆ প্রস্তুতি পর্ব  -- দুই ∆

   
                  

মিছিলের পায়ে চিৎকার উড়াই
আর বুকে গলিয়ে ফেলি মোম ,
ধুলোর সংক্রমণ ঢাকতে মুখে কাপড়ের ফেট্টি ।

একই নাটকের মহড়া দেখতে দেখতে 
শীত ঢুকে পড়ছে অক্ষিকোটরে ।

প্রশিক্ষকগণ দানার পাত্র সরিয়ে 
ভুরিভুরি কেতাবে ভরে দিচ্ছেন 
পাখিটির সোনার খাঁচা ।

হৃৎপিণ্ড থেকে রক্ত ফিনকি দিয়ে ওঠে
পাকস্থলী উড়িয়ে দেয়ার আগে
সে বুঝিয়ে দিলো যুগে যুগে মিথ্যে দাসত্ব 
উন্মুক্ত কন্ঠস্বরে মুক্তির উড়ান সত্য l




 
৪।।   ∆ প্রস্তুতি পর্ব  -- চার ∆

                     


শব্দ ধ্বনি তরঙ্গ থেকে কয়েক ফোঁটা বিশুদ্ধ জল
কোষাকোষী থেকে ছড়িয়ে দিলাম পঞ্চইন্দ্রিয়ে 
আহা ! গায়ত্রী স্নানে মগ্ন, স্থিতধী চরাচর ,
আকাশের ব্যালকনি থেকে ঝুলে আছে 
অলংকৃত নক্ষত্রপুঞ্জ ।

দুই ভ্রুর মাঝে ওঁ বসিয়ে দিলে ধ্যানকোষ 
প্রথমে হলুদ হলুদ বিন্দুর মতো সংযমী ফুল ,
অলক্ত দেহ শুধুমাত্র লোভ লালসার গর্ভগৃহ।
আত্মা তখন আলোর ফুলকি ,
নেই হিংস্রতা ,  বেদনা- অশনি
শুধু জ্যোতি অনিকেত  ।

দর্শনের গুঞ্জনগুলো মৃদুস্বরে অনুরণিত হচ্ছে অনন্তের আঘ্রাণে
স্কন্ধপুরাণের শিবগুরু স্রোত্র 
                                গুরু কৃপাহি কেবলম্ 
                                        গুরু কৃপাহি - - 
                                 




৫।।  ∆ প্রস্তুতি পর্ব    --- পাঁচ ∆

        


একথাল গরম ভাতের জন্য কতখানি 
ঘামের প্রয়োজন হয় ?
কতটা ঝঞ্জা পেরলে নক্ষত্র বারোয়ারি হাটকে
কাছের মনে হয়  ?
সেসব জানবার মতো অঙ্ক শেখেনি 
জঙ্গল কুড়ুনি মেয়ে 
স্কুল তো দূরের বিভীষিকা 
সে জানে না বর্ণের রূপ গন্ধ ।

সন্তানের ভাতের থালায় সকালের সূর্য দেখবে বলে
পেটের আগুনে কাপড় পেঁচিয়ে 
ঘন বনে নিজেই 
সরীসৃপের ক্ষুধা মেটানোর 
আহার্য বস্তু হয়ে যায় ।




অলংকরণ - মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment