Friday 31 July 2020

কবিতা

শাপলা পর্ব -১১

কবি দীপঙ্কর গিরি’র কবিতা-





১।।   ∆ দুঃখ ∆



অন্তর্বাস খুলে দেখি 
যন্ত্রণার খাদে শুয়ে আছে 
মনখারাপের নদী 

এ পর্যন্ত কোনো স্নান রেখে যায়নি কেউ 





২।।   ∆ আবহ ∆



ফুলে ফুলে ভরে গেছে বুক 

এ বুকের মালিকানা কার 

ভাবতে ভাবতে আমার 
               মেঘ ছিঁড়ে যাচ্ছে 
               চোখ ঝলসে  যাচ্ছে
আঙুলে আঙুলে জ্বলে উঠছে পঞ্চপ্রদীপ 

রচিত হচ্ছে আরতির আবহ 





৩।।   ∆ ঘর ∆



এসো, আজ ঘরের কথা বলি । সহজ বউ আর সাবলীল দুটি সন্তানের কথা । অথবা তাদের কথা থাক ।বরং বৃদ্ধা মা 'কে নিয়ে দু চার কথা হোক । বাবার মৃত্যুর পর তাঁকে নিয়ে বলবার খুব প্রয়োজন। অথচ এই মাত্র মনে হলো, মা'কে নিয়ে বলা যায় না কিছুই ।

তথাপি সংক্ষেপে আজ ঘরের কথা বলি । শোনো মন দিয়ে, - সে এক উলম্ব দেওয়াল, ঝুঁকে থাকা ছাদ । না কোনো মেঝে নেই তার 





৪।।   ∆ আগুন ∆



মা'র মৃত্যু ভুলিনি এখনও 
এখনওভুলিনি আগুন দাউদাউ 

মা'র মৃত্যু ভুলিনি এখনও আমি 
ভুলিনি কুঠার খৈ ঢোল মরণকীর্তন 

আচারে ধর্ষিতা হয়ে মা তখন 
মরা মা ভুলে গেছে শিয়রে শিশু,অবোধ 

তারপর শুধু পুড়ে যাওয়া 
সেই বুক ভরা গাল মায়া হাত 
অথবা চিবুক 
সব নাকি পুড়ে যায় 

পোড়েনি আগুন দাউদাউ 





৫।।   ∆ রসদ ∆



একটা করে কবিতা লেখার পর 
একটা করে আঙুল কেটে ফেলছেন কবি 
তারপর তাকে লুকিয়ে ফেলছেন বুকপকেটে 
অতঃপর কলমটি অভ্যাসবশতঃ গুঁজে রাখছেন সেই পকেটেই ।

কলমে ভরে উঠছে কালি 

শাবাশ দর্জি,  সমস্ত জামার পকেট তুমি বাঁ দিকে বানিয়েছো 




অলংকরণ - মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

3 comments:

  1. খুব স্মার্ট কবিতা লেখেন দীপঙ্কর গিরি ।
    প্রতিটি কবিতাই বড্ড ছুঁয়ে গেল । পরবর্তী পাঠের প্রতীক্ষায় থাকলাম ।

    ReplyDelete
  2. মেহবুব গাইডের অলংকরণটিও অসাধারণ ।

    ReplyDelete
  3. খুব ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা

    ReplyDelete