Thursday 13 August 2020

কবিতা

শাপলা পর্ব-১৩

কবি শৈলেন চৌনি’র কবিতা -




১।।  ∆ ডানার বয়স ∆




১|
ছোরা খাওয়া হাসির দিকে এগিয়ে যাচ্ছে ক্ষত।এভাবেই ক্রমশ ছোটো হয়ে এল ঋতুর পোশাক...


২।
ডানার সময় ফুরিয়ে এলো।
সূর্যাস্তের রঙে হ্রেষাগান ফেলে ফিরে আসছে মাহুত, আর ক্রমশ সুরেলা হয়ে উঠছে বিচ্ছেদের মৈথুন।


৩।
আবিষ্কৃত বিকেলের ধুলো মেখে শাদা হচ্ছে রিটার্ন টিকিট।সুসজ্জিত অস্ত্রের গায়ে আধোহাত রেখে নরম হচ্ছে সৈনিকের আয়ু


৪।
চওড়া সিঁথির মেরু।
শিথিল প্রান্তের গ্রহে ডুবে যাচ্ছে স্মৃতি —
বিচ্ছেদের বয়স বাড়লে পেকে যায় চুল,
প্রতিটি পুরোনো বিকেল উজ্জ্বল হলে
আজও সবাই বালাইষাট…




অলংকরণ - মেহবুব গায়েন

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment