Thursday 13 August 2020

কবিতা

শাপলা পর্ব-১৩

কবি শ্যামলী সেনগুপ্ত এর কবিতা-





১।।    ∆ পৃষ্ঠা ∆



ক্রমশ ডুবে যাচ্ছি এক প্রবল খাতের গভীরে
ঝড় উঠেছিল,
ঝড়ের সোঁ সোঁ গ্রাস করেছে
ঘর ও বাহির
চৌকাঠে দাঁড়িয়ে মেপে নিচ্ছি
জল ও অন্ধকারের শ্বাস শব্দ
উজানে সাঁতার কাটছে মীন
হলদে পাতার মতো,
রোজ রাতে পরের দিনের 
সূর্যের কথা ভেবে রাখে জীবন

তেমন কোনো শিল্পীর দেখা নেই
যে কোণামুড়েরাখা পৃষ্ঠার মতো
চিহ্ন এঁকে দেবে 
জীবনের মগডালে
           




২।।  ∆ বন্ধ্যা সময়ের চার-ছ' পংক্তি ∆



জঙ্ঘা ও হাঁটু মুড়ে গেলে
একটি 'দ' তৈরি হয়
ভেতরে শুয়ে থাকে দু'মুঠো
জলজ ঋণ...একটি বিজ্ঞাপন৷

আমি মুহূর্ত গুনি
       



৩।।  ∆ সেটস্কোয়ার ∆



ছড়ানো বাহুদুটি সমকোণ হলে
অতিভূজে বুনেদিই বৃত্তীয় আলাপ

বিন্দুগুলি সংকুচিত হয়
          




 ৪।।  ∆ অসুখ ∆



পুরনো চিঠির ভাঁজে
অসুখের নাম লেখা থাকে...
অসুখ ভীষণতর হলে,
তাকে আমি উনোনমুখী বলি
         




৫।।   ∆ সমীকরণ ∆



মাঝে মাঝে অন্ধকার ভালো লাগে
অন্ধকার = রাত
এসব সমীকরণে যাই না
 রাত মানে ঘুমঘুম চোখ
হতে পারে নীলাভ কোনও অক্ষি-পিঞ্জট
অথবা উজ্জ্বল আলোর নীচে ধোঁয়ার বুদ্বুদ

সকাল জুড়ে আসা বাদুলে-চাঁদোয়া
পাতা ও পতত্রীর ঝিরঝিরে গান
একলা কুয়োটির গভীরের ছায়া
এসবও হতেই পারে লেফট-সাইড
ইক্যুয়াল-টু আমিই সমাধান



        
অলংকরণ - মেহবুব গায়েন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°      
                     

No comments:

Post a Comment