Saturday 20 March 2021

কবিতা

রঙ নৌকার ঢেউ-৩


প্রসাদ সিং এর কবিতা-





১.
∆ কথা ও দূরত্ব ∆


 
১.
কথা লুকিয়ে রাখলে 
বেড়ে যায় দূরত্ব 
২.
পরে সেই কথা বলতে গেলে 
মাঝ রাস্তাতেই মরে যায় শব্দগুলি 
৩.
পাশে দাঁড়িয়ে দেখে সৌজন্যবোধ 
    
   
    
২.              
∆ ফুলের বাগান ∆



১. 
একটাই ফুলের বাগান ছিল পৃথিবীতে 
আসলে পৃথিবীটা একটা ফুলের বাগান ছিল 
হতেও পারে পৃথিবীটা একটা ফুল 
২. 
ফুল গুলো ফল হয়ে গেলে ভোগ করত জীবেরা
৩. 
তারপর আমরা পাঁচিল দিতে শিখলাম 
এবার ফুলের বাগান আমাদের না 
 না জানি ফল ফলিয়েছে কোন প্রজাপতি 
৪. 
আসলে পাঁচিলগুলোই আমাদের 
                     


৩.
∆ উপসংহার ∆


১. 
ক্লান্ত মানুষের কোনো উপসংহার হয় না 
সে ইতিমধ্যেই হেঁটে এসেছে বহু লম্বা পথ 
৩. 
ঘাম ঝরে ঝরে বয়ে গেছে যে নদী 
তার ধারে বসো 
বসে দেখো কিভাবে পরিশ্রমের শব্দ শোনা যায় 
 


৪.                          
∆ ফটো ফ্রেমের ঈশ্বর ৩ ∆



১. 
ফটো ফ্রেমের ঈশ্বরের দিকে তাকাই 
ঈশ্বরের মধ্যে দেখি নিজেকে 
হতেও পারে তা বোধহয় কাঁচের কারসাজি 
২. 
স্বর্গীয় আলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা 
আমরা ঈশ্বরকে দেখতে পাই 
ঈশ্বর বোধহয় দেখছেন ভাবলে আলো নিভে যায়
                            



৫.
∆ সবং-ঘাটাল রোডের কোনো এক কালভার্ট ∆
 


১. 
ওপর দিয়ে রাষ্ট্র দৌড়ে যায় 
টলতে টলতে হেঁটে যায় শোকাতুর মাতাল 
বুকে ভর করে চলে যায় বিকলাঙ্গ কেউ 
২. 
কালভার্ট এর তলায় খাওয়া ঘুম বসবাস 
সেখানে কেউ পৌঁছায় না 
যদিও তাদের আছে আধার ভোটার রেশন কার্ড
৩.
কেউ কথা রাখেনি বিগত সাত বছর 
কেউ কথা রাখেনা
হয়তো কেউ কথা রাখবে না আগামী বছরেও





ছবি- মেহবুব গায়েন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

1 comment: