Tuesday 12 July 2022

কবিতা

চিক বর্ষা সোঁদা টুপ পর্ব-১

মাসুদুল হক এর কবিতা-


১.
• খুচরো যন্ত্রাংশ •


এখানে বাতাস ফসিল হয়ে 
কাঁচের মতো রোদে পুড়ছে 
কার্বন পোড়ানো দিন 
রাতের শরীরে মার্কারি 
বৃক্ষদের শ্বাস নিতে কষ্ট হয় 
কোথাও কোনো পাখি নেই 
 এখন যন্ত্রযুগ 
মানুষের শরীরে কিছু হলে 
বিপণী বিতানের তাক থেকে 
 খুচরো যন্ত্রাংশ বদলে নেয়া যায় 



২.
• মধ্যবিত্ত • 


সবুজ টিপ-পরা দিন 
ক্লান্ত মুখে অন্ধকারে ডুবে যায় 

তবুও ছাড়ে না মধ্যবিত্ত রক্ত 

সংসারের মুখ তিমির মতো 
গ্রাস করে ক্ষুধার জাহাজ 

তবুও স্বপ্নে উঠে আসে 
হলুদ সূর্য 
মেটার্নিটি সেন্টারে 
নীরবতা ভাঙে কচি শিশুর কণ্ঠ


৩.
• তোমার সৌন্দর্য •


তোমার সৌন্দর্য চুম্বকক্ষেত্রের 
মতো অভিকর্ষ বল

নতজানু প্রেম তোমাকে ঘিরে 
বিচূর্ণ লৌহমরিচার আবেগে 
সাদা কাগজের বুকে 
পড়ে থাকে এলোমেলো... 

দাহ ও দহনের ভেদ ভুলে 
তোমাকে ছুঁয়ে দেখবার মোহে 
ক্ষত নিয়ে শুয়ে পড়ে 
আরোগ্য নিকেতনের সফেদ চাদর

তোমার সৌন্দর্য চুম্বকক্ষেত্রের মতো 
আমাকে গ্রাস করছে 

লাবণ্যময়ী চাঁদের চকচকে 
রৌপ্যরশ্মী জ্বলে ওঠে 
তোমার বুকের সমুদ্রে জেগে ওঠা 
                                    নতুন চরে


ছবি- মেহবুব গায়েন
......................................................................

No comments:

Post a Comment