Thursday 14 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -২

সব্যসাচী মজুমদার এর কবিতা -

∆∆
পড় জল…

পড় জল জলপর্ব জলেহস্মিন
পড় হস্তি হস্তির চলন চলৎশক্তি
শেখ উদ্ভিদ ভেদন ক্ষমতা ভেদ্য পর্দা
শেখ পদাধিকার প্রতিবর্ত ক্রিয়া অপরার দেহ
বোঝ দেহগন্ধ গন্ধকের খনি খনন প্রক্রিয়া
বোঝ ক্রীড়াক্ষেত্র ক্ষেত্র সমীক্ষা ইক্ষ্বাকুবংশ
দেখ বংশানুক্রমিক ক্রোমোজোম জমদগ্নি
দেখ অগ্নিভ অরণ্য দণ্ডকারণ্য আরণ্যক
শোন শ্লোকজন্ম জন্মমিথ মিথের কাহিনি
শোন অক্ষৌহিণী হীনপ্রেত প্রেতের ফুৎকার
গাও কারবালা বালার আঘাত দ্বিঘাত প্রেক্ষণ
গাও প্রেক্ষাগৃহ গৃহের হিংসা রিরংসার ভাষা
বল ভাষার কাম কামনাদেব এমতাবস্থা
বল অবস্থানভূমি ভূমির ক্ষমতা মর্ষক্ষমতা
লেখ ধর্ষগুণ গুণের সম্পাত পরীর প্রয়াণ
লেখ তোমারই হত্যা
                       করে ফেলে তোমার সন্তান…



∆∆
আমাকে দাও শুধু

আমাকে দাও শুধু রাস্তা বিস্তর 
অন্ধ মাকড়েরা যেভাবে জাল গড়ে,
আমাকে দাও তার কার্য- কৌশল
আমাকে দিও আম কাঁঠাল ভরা আলো…
হাঁটতে গিয়ে ছুঁয়ে দেখার মতো জল

এখানে অক্ষর যাত্রা করলেই
সামনে উড়ে যায় পাল্টা পরিযান
আকাশে মেরি জান,তোমারও ভাগ ছিল
এটুকু জানাবার শর্তে দিও শুধু
তোমার অনুদিত কাব্য পুস্তিকা…

অলংকরণ- সুধাংশু বাগ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment