Friday 22 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৩

 ভগীরথ সর্দার এর কবিতা -

∆∆
রাস্তা 

যেখানে রাস্তা শেষ হয়
সেখান থেকে ঘরমুখো হতে নেই।

রাস্তার মনের খোঁজ নিয়ে দ্যাখো
প্রতিটি শেষ রাস্তার পরেও
না-হাঁটা আরও অনেক রাস্তা থেকে যায়
আড়ালে ...


∆∆

নদী চেয়ে রয়েছে

নদীর চেয়ে থাকা নিয়ে জল বয়ে যায়।
কিছু প্রশান্ত চিহ্নের আলো
ঘুরে ফিরে আলোময় করে তোলে পথ।

পাড় বেয়ে ধীরে স্রোতের বিপরীত অভিমুখে
ভেসে থাকা দখিনা হাওয়া
আধো অন্ধকারে চুপি চুপি একা
পথ হারায়।


∆∆
অনুপ্রবেশকারী


আর একদিন তার জন্য মরব।
আর একদিন তাকে নিয়ে পাড়ি দেব নিজের ভেতর।

আর একদিন হয়তো সে আমাকে এসে বলবে
আমাকে নিয়ে তার না-ভাবা রাতগুলো
অনুপ্রবেশকারী।

এই প্রজন্মের দোহাই দিয়ে তাকে বলবো
আমি তোমাকে ৩৬৫ দিন কাছে পেতে চাই ‌।


অলংকরণ - সুধাংশু বাগ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment