Saturday 30 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৪


রোদ্দুর রিফাত এর কবিতা -

∆∆
মদের গ্লাসে তোমার আয়ু অতিশয় সামান্য 


সিগারেটের মাথায় নিজের ফুসফুস জ্বলছে। এস্ট্রে ভরে উঠছে নিজের ছাইয়ে। কেমন ধূসর ধূসর রঙে ছড়িয়ে যাচ্ছে আত্মা এদিকে-ওদিকে। ভেতরের মহানগরে প্রেমের তুমুল তোলপাড়। তবুও বালিশের পাশে নিজেকে মনে হয় একাকি এক মানুষ।

নিসঙ্গতার তরল লাল মদের রূপে গভীর হয়ে উঠে রাতের কোলে তবুও মদের গ্লাসে তোমার আয়ু অতিশয় সামান্য। মাংস ও চানাচুরের বাটিতে উঠে আসো তুমি। অতঃপর যখনি মাংস ও চানাচুর চিবুতে থাকি তখন মনে হয় এখন বোধহয় নিজেকেই চিবুচ্ছি।


∆∆
হারানোর ভয়

ফিরে এসো বসন্ত বনে—যেখানে ফুল ফোটছে তোমার বুকের তাপমাত্রা ডিঙিয়ে—যেখানে পাতার শরীরে তোমার নামের জিকির—সমস্ত কিছুর ভালো সম্ভাবনা ও না হারানোর ভয়। মানুষ তো হারিয়ে ই কাঁদে—এই হারানোর ভয়টুকু যদি কাটিয়ে দিতে পারি তোমাকে, তাহলে আর কি চাও? এর বাহিরে কি কিছু চাওয়ায় থাকে? 


∆∆
আমি আবারো প্রেমে পড়েছি


তবু প্রেম আসে বাসিয়া নদীটির পাশে 
স্কুলফেরা বালিকার এলোমেলো চুলে—রাজনগর রোডে...
কেমন বিকেল বেলা গড়িয়ে যায় রঙ চায়ের পেয়ালার তলে—

তবুও প্রেম আসে কিশোরী মেয়েটির খয়েরি স্কুলড্রেসে—
তার দাঁড়িয়ে থাকা অটোরিকশার স্টেশনের পাশে

সিগারেট পুড়ে হাতে—ঠান্ডা হয়ে আসে চা 
তখন আমি বিবস তার এলোমেলো চুলে—চোখের নজরে...
কেমন অপলক তার চাহনী, ধবধবে দাঁতে রেখেছে আয়নায় কায়া

আমি ডিঙাতে পারি না তার ছায়া—
সন্ধ্যা তবুও দিচ্ছে ইশারা...

কেমন যেন ভেঙে গুড়ো হয়ে যাচ্ছি তার ছায়ার ভিতর—

আমি আবারো প্রেমে পড়েছি কিশোরীর চিবুকের নিচের
গভীর ছায়ায়—যেখানে ঘুমাবো জীবনের সমস্ত রজনী।


অলংকরণ - নিশিপদ্য
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment