Sunday, 18 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৫


সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়‌ এর কবিতা -

আরোগ্য

রোজ লিখি না
মাঝে মাঝে লিখি

নিয়মিত বাঁচি না
কিছুদিন বাঁচি


অপেক্ষা

তোমার সাথে দেখা হবে
পুরোনো বইয়ের মতো

সেখানে দাগ কাটেনি কেউ,
আজও পড়েনি ভাষা,
অসম্পূর্ণতা রেখে গেছে...

তুমি ছেড়ে যাওনি তাকে
অপেক্ষা করছ

হারিয়ে যাওয়া মানুষের
শেষ পাতা ওল্টানোর শব্দ


বসন্ত

আজও শহরে
ফুল বিক্রি হয়

এখানে ভালবাসা
অবৈধ নয়...

অলংকরণ - নিশিপদ্য‌
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1 comment: