Tuesday 20 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৫


শুভ্রজিৎ‌ মহাজন এর কবিতা -

আশ্রম


তোমার দোষে,ঈশ্বর খুঁজি
যতবার চোখ বুঝি
হয়না প্রকট

আমি যতবার বলি ঈশ্বর
নির্বাণ একটা শব্দ
প্রবল,বিকট...


পরম ২
    

তোমার সাথে কটিয়ে দিতে পারতাম স্বর্গ মর্ত পাতাল,
অথবা তোমার সাথে যাপন হতো ভূত ভবিষ্যৎ অতীত,
রাতের ভয় দিনের আলো আদিম কোন নক্ষত্রে,দুরের পাহাড় কাছের নদী শৈশব আরো কতকি,এক ছাদের মায়ায় আমরা বৃদ্ধ হতাম।মিলনের সূত্রকালে প্রার্থনায় থাকতো ঈশ্বর,চাইতাম আলো বাতাস উর্বরতা।সাথে একটি প্রবাদবৃক্ষ।বিপরীত মুগ্ধতায় হাজার বছর ধরে মহাশূন্যে..


চাতক


তার
অনলে

মধু
জলে

হয়
ত্রাণ,

ফিরতি
পথে

একা
বাউল

ধরেছে
গান

ওরে দিন তো গেলো, সন্ধ্যা হলো...

ছবি - মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment