Saturday, 3 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-২


দুরন্ত বিজলী’র কবিতা -


কেউ চলে গেলে

তুমি যদি আগে চলে যাও,আমি অসহায়,
নিজের মৃত্যু কামনা করতে পারি কিছুদিন।
তারপর ধূসর হতে হতে আরও অসহায়।
তোমার ছোঁয়া গা থেকে ঝরে পড়ে,
এবড়ো খেবড়ো মুখে ঠোঁটে চুম্বনের দাগ
মুছে যায়। চোখে অন্ধকার ।
অবশেষে তোমার কাছে চলে যাব।

ইহলোক পরলোকের ঘূর্ণাবর্ত আছে কিনা
জানি না তবে মানতে ভালো লাগে।
আবার দেখা হবে ।

আর যদি মনিকাও এসে যায়
তাহলে?


প্রেম

বাতাস উড়িয়ে নিয়ে যায় শুকনো পাতা।
কেউ যদি...

না না !

কেন চোখে জল ভরে যায়?
কেন মনে হারানোর হাহাকার ?
পরস্পর অদৃশ্য বাঁধনের মুক্ত আলো
নিভে গেলে
অন্ধকার অন্ধকার...

না না না....

বেদনার বেলাভূমে একটি আলো
অমলিন জ্বলে...


বৃষ্টি শব্দহীন আমৃত্যু

প্রেমের কবিতা লিখতে বসলে মনিকা ভেসে ওঠে --
রূপনারায়ণ নদীকূলে হৃদয়ের জল উথলে ওঠে,
আকাশের নীলে মেঘ উদ্ভাসে,
বালুর নিদাঘ উত্তাপ এখন কিছুটা শীতল
চোখ ছলোছল।

কলেজ ক্যাম্পাস কবিতার জন্য
ঘাসে শিশিরে মাখামাখি,
পাশ দিয়ে যাবার সময় ঘনিষ্ঠ মুহূর্তের বেদনা
বিছানো বাবলাগাছের তলায় থমকে দাঁড়াই।

ছলোছল বিন্দু বিন্দু বৃষ্টি বৃষ্টি ,
ভিজছে ভিজছে ...
গাছের শরীর বেয়ে দুঃখ ঝরে পড়ে।

কাঁদবো না বললে কান্না থেমে থাকে নাকি?
বৃষ্টি পড়ে, শিলা বৃষ্টি শব্দহীন আমৃত্যু।


ছবি- মেহবুব গায়েন
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment