Thursday 8 February 2024

কবিতা

বসন্ত বৈষ্ণবী পর্ব-৩


সুশান্ত সেন এর কবিতা -

তুমি

তুমি ব্যাকরণ আমি জ্যামিতি
এই রকম একটা খেলা খেলতে বসে
আকাশের রামধনু ওঠা দেখছিলাম।

স্কটল্যান্ডে'র আকাশ থম মেরে থাকার পর
ভেলকি দেখাচ্ছিল।
এদিকে দ্রুতগতি মোটর গাড়ী তার নিশানায়
রেখে দিয়েছিল বরফ রাজ্যের রোপওয়ে।

রামধনু যখন বুঝতে পারলো
গাড়িটা থামবে না তখন সে 
তার শাড়ির আঁচল খুলে
গুড়ো গুড়ো করে সাতটা রং
বাতাসে মিশিয়ে দিলো।

পথিক বুভুক্ষু শুধু চেয়ে থাকলো।


কবিতা
             
একটা কবিতা লেখা হলো কি হলো না তাতে
কিবা যায় আসে।
কবির মনে ত সে রচিত হয়েছিল
সেই তার তৃপ্তি সেই তার আনন্দ।
কবিতা সেই আনন্দের কথা ভেবে
পাশের চায়ের দোকানে চা খেতে বসে
যখন উথাল পাথাল মন,
তখন কবি বললেন - এখানে নয়
চলো বিশু'দার দোকান থেকে
টোস্ট ওমলেট খেয়ে আসি।

কবি ও কবিতা পাশাপাশি হাঁটছে ।


পুরোহিত
                   
আকাশের থেকে একটা তারা নেমে এলো
ইনকা পুরোহিত সেই ঘটনা
অলৌকিক বলে প্রচার করলেন
আর ক্ষমতা ধরে রাখার জন্য
পুজোয় বসলেন।

প্রধান বিরোধী কে জোর করে বন্দী করে
হাত পা বেঁধে
সর্প - মুখী দেবতার সামনে উৎসর্গ করে
তিনশ ফুট উঁচু মন্দিরের চাতাল থেকে ফেলে
দেবার হুকুম করার সময়
এতটুকু তার গলা কাপল না।

পাশ্চাত্য ইতিহাস রচনাকারী 
দক্ষিণ আমেরিকার সভ্যতাকে
রক্ত পিপাসু বলে রটনা করলেন।

কারো কিছু এসে গেল না। ইতিহাস আর কতজনে পড়ে !

আকাশ থেকে আর একটা তারা খসে পড়লো।


ছবি- মেহবুব গায়েন
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment