Thursday, 1 May 2025

কবিতা

আঁচলডোবা জল পর্ব -৪

অশোক তরু’র কবিতা -
[] ছআছ

১)

চাঁদ এসে ঢাকে,
ওহ্ !  ছায়ার যৌনতা... 
কে মরে কে মারে  ।। 

২)

জোনাকিরা খোঁজে 
ছায়ার কালো আয়না ।  
আগুনে পোড়াবে ।।

৩)

সব শেষ হল !  
হাত ছেড়ে চলে গেল,
আহা ! বিসর্জন !!  

৪)

ভোর ভেঙে গেল । 
মুছে গেছে প্রসাধন । 
রাতের আসন ।। 

৫)

মুখচরা বালি । 
অবোধ পশুরা জানে
ঘায়েলের পর ।। 

অলংকরণ - কনিষ্ক শাসমল 
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1 comment:

  1. ছায়ার যৌনতা ভরা মিতভাষী তরু।

    ReplyDelete