ফেরিওয়ালা কাক
বিপ্লব ভূঞ্যা
ফেরিওয়ালা কাক সংগ্রহ ঘরনায় ডাকে
তার উচ্চারণ কিছুই বুঝিনা আমি
তবু দেখেছি প্রদীপের কোলে বেড়ে ওঠা আগুন ধারন শেখে পোড়া মাটির কাছে
অপেক্ষায় বনবাস ছিল, ছেড়ে দেওয়া ছিল
আমি বন্দরে দেখি জমে ওঠা পলির স্বর্গ
আমাদের ঘর, লক্ষী পায়ে স্যাঁতসেঁতে চিহ্ন
মাটি কাঁকড়ার গা ছুঁয়ে আছে আদিবাসী হাত
চোখের জ্বল জ্বল সাহসী বাঘ
চিহ্ন বললে ধ্বংস বলবে - ইতিহাসও বলবে তুমি...
সংগ্রহ- ইন্টারনেট
০৫ আষাঢ়,১৪২৭
No comments:
Post a Comment