Monday 27 July 2020

কবিতা

শাপলা পর্ব -১০

কবি রাখী মাহাতো এর কবিতা -





১।।  ∆ আত্ম- সত্তা ∆



এক অনার্য রমণী
শুকতারার ঝোলায়
এক- একটি করে মহুল জমা করে
শূন্য অন্ধকারে ফাঁদ পাতে---
মাথার উপর এক-থালা চাঁদ
লালা ঝরায়,
রুপালী মহুল তুলে
ঢলে পড়ে সাদা পাতায়।

খাদের কিনারে দাঁড়িয়ে তখন-
আমি পাতা উল্টাই
শব্দবিহীন নুপূরে নিজেকে সাজাই
মাদল- তালে রুপালী জ্যোৎস্নায়
মাটি খুঁড়ি,মাটি- গন্ধে খুঁজি
পূর্বজ আত্মীয়ের ঘাম।

চোখের শিশির বাগ মানে না ,
সোনা ঝরা রোদ্দুর কর্পূরের গন্ধ পেলে ; 
চাঁদ- মণ্ড তুলে
আমানি- হাঁড়ি শূন্য করি।





২।।   ∆ ঘুড়ি ∆



আমার হাতে এক মুঠো আকাশ
তারাখসা রাতে ঘুড়ি উড়ায়
বিড়ালের চোখ হয়ে
আমিষের গন্ধ শুঁকে;
পাতার পর পাতা গেঁথে
ঘুড়ি তার লেজ বানায়----  
কিন্তু মাটির উনোন 
তাতে যদি বাঁধে আগুন ........




৩।।     ∆  রাজহাঁস  ∆



ভরা পুকুরে জলের হাসি মেখে
বাতাস যখন
রাজহাঁসের পালকে মুখ গুঁজে
চোরাই ধন লুকিয়ে খায়
আর কুড়িয়ে রাখে
 একটি- দুটি চিহ্নিত পালক
রাতের অন্ধকারে নির্জনে
উষ্ণ রক্তের স্বাদ পেতে ;
বাহির ঘুরে ঘরে ফিরে
রাজহাঁসেরা আমার উঠোনে ঝাড়ে পালক, 
উঠোন- ভর্তি ফুলে ফুটিয়ে দেয় জলের ছাঁচ; 
চোখ মুছে অক্ষরবিহীন কবিতা তখন
প্রদীপের সলতে হয়।





৪।।     ∆ অতি- প্রাকৃত  ∆



আমার হিমস্নাত পাথুরে বরফকে
রোদ্দুরে রাখব না।
নক্ষত্র মেলার জীবন
 ফিকে করে দেয় ভোর,
শব্দ গাঁথার বিনুনী শিশিরে ভিজে
খুলে ফেলে অক্ষর---- 
শুকনো গ্লেসিয়ারে পা হড়কে পড়লে
ফিনকি দিয়ে রক্ত বেগবতী হয়;
তাঁর থেকে বরং
পাথুরে বরফ রাত্রি- ঔরসেই তৃষ্ণা মেটাক





৫।।  ∆  মহুল- তাপ ∆



পঞ্চচুল্লীর আভায়
দ্রৌপদী আজ দেখে----
ফাটধরা প্রিজমে অনেক বিবস্ত্র মুখ-- 
তুষ ঢালা আগুনে
ক্যাবলা মেঘের হাসি।

সৃষ্টি -ঝরা  পাতায়
গাছের স্বপ্ন পুড়ে, 
গো- মুখ গহ্বরে ছাই ফেলে
মুখে রাখে পোড়া আলু; 
পাণ্ডবের স্বর্গীয় সুধায় 
আজ মহুয়ার গন্ধ....



অলংকরণ - মেহবুব গায়েন

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

1 comment:

  1. অসাধারণ,পরের কবিতার জন্য প্রতীক্ষায্ রইলাম।

    ReplyDelete