Tuesday 21 July 2020

কবিতা

শাপলা পর্ব -৮

কবি রাজেশ চন্দ্র দেবনাথ এর কবিতা-




১।।   ∆ চুলা ∆




দু একটি শ্মশান  ঘাটে ঘুরে এলাম
নিজের জন্য উপযুক্ত চুলা খুঁজে পেলাম না আজো 
দাউদাউ আগুনে কিছু শব্দের হাড় চিবিয়ে নেয়
সম্পাদিত জোৎস্নায়
ছাই মাখা মাংস আর কিছু গল্পের ভগ্নাংশ
সাংকেতিক ভাবনায় আয়োজন সেরে নেয় শেষ বেলায়




২।।  ∆ স্ক্রিনশট ∆




কালনডেপার পাতায় ছুঁয়ে আছে রৌদ্রমেঘের স্ক্রিনশট
রাবার পাহাড়ে স্নায়ু বেয়ে
দীর্ঘ প্রতিঘাত আছড়ে পড়ছে
টুপটাপ প্রথায়।

ভোর হলেই 
বোতাম টিপে প্রতিটি ইমেজ
তৈরি হচ্ছে প্রচ্ছদের আলপথে




৩।।  ∆ জীবাশ্ম ∆



স্বপ্নের গতিবেগ কমে এলে
বয়ঃসন্ধি সংসারে পিঁপড়েরা
খুঁটে নেয় আলোর বিবরণ ।
মেঘেদের পাহাড়ে পাল্টে যায় দৃশ্যপট
স্বল্প দৈঘ্যের প্রেম বুনে
শালিক দুটোর জলকেলি সাবান হাওয়ায় ।

জলবিছুটি বুঝি চোখে চোখে
কাটাতারের দুপাশে গাছেদের এজেন্সি
খুঁজে বেড়ায় রামধনুর জীবাশ্ম




৪।।  ∆ পুদিনা স্বর্গ ∆



নির্মিত আলোয় গুটিকতক ব্যর্থতা
অব্যাহতি নেই স্বাভাবিক প্রয়োজনে
ফৌত বিদ্যেগুলো লিখে রাখি
কুটিল মেঘে ।
ফ্যাচফ্যাচ বেলায় ভূষণ্ডি মনে
সেটে আছে অলৌকিক কলঙ্ক ।
মুখচোরা বৃক্ষটি সাজতে থাকে
ওপাড়ের মাধ্যাকর্ষণ মেখে ।
গ্রাহ্য হয় না সাতসমুদ্র ঘাম
মানবিক বৈঠা টেনে
ঝকঝকে হাতের তালুতে বিজোড় বিজ্ঞপ্তি
সমস্ত দেনা জমতে থাকে চোখে চোখে ।
বিচ্ছেদ শুধু বয়সের ইন্দ্রজাল
ব্রাত্য পাখিরা ব্যালকনিতে
পেতে রাখে মৃত্যু ।
নালায়ক বায়নায় মরচে পড়ছে
পিন্ডারি আদিম স্মৃতি
ইদানিং গোলাকার পিরিচে
সারি সারি প্রতারকের উল্লাস ।
প্রতিটি দরজায় আভিনয়
শিরঃপীড়া কয়েক রাতের,
মেয়াদি নয় পুদিনা স্বর্গ ।





৫।।   ∆ রেখা ∆



সমস্ত কৌশল মুছে গেলে
আগ্রহ জেগে উঠে
আগামীর মূর্ছা ধ্বনিতে...

লিখতে গিয়ে সান্ধ্য ঘুমে পুষছি
ধারাপাতের বিবর্তিত রেখা।

কুস্তিতে তখনো নতুন স্বপ্ন বুনে বুনে
ঘরকুনো তুমুল ছায়ার প্রজন্ম...



অলংকরণ - মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment