Friday, 31 July 2020

কবিতা

শাপলা পর্ব -১১

কবি অর্থিতা মণ্ডল এর কবিতা-





১।।   ∆ খেলা ∆



ঠিক কতটা অপেক্ষার পর তুমি চিহ্নিত হবে
ঠিক কতটা আগুনের পরে দগ্ধতা নামবে
এই নিশ্চুপ নিঃশেষ বেদে এবং বেদেনীর খেলা।
তুমিও তো হাত রাখো হাতে,হেঁটে যাও আভূমি বিস্তৃত শিখা
শীত ঘুমে ঢুকে  যায় সাপিনী।বেদেদের ঝুড়িতে শিকড় বাকর
তুমি উঠে আসো জলকন্যা, অচিহ্নিত অপেক্ষার প্রহর
বেদেদের  ঘর, যাযাবরী শিস তোলে লোকজাত খেলা





২।।     ∆ নিঃসঙ্গ ∆



সে এসে দাঁড়ায় একা,শান্ত স্থির
ধুলোয় মিশে গেছে নিভৃত আলাপ
তুমি তাকে দেখেছিলে গভীর কিংবা অগভীর
 বিস্মৃত মুহূর্ত সব। সূক্ষ  নিশ্চিন্ত  মুদ্রা,
সংগোপনে মিশে যায় ভিটেমাটি
চোখে লেগে আছে অগুন্তি সংসার।
এবার তাঁকে ডাকা যাক,ফিরে আসার  ব্যর্থতা ছুয়ে
আরও আরও দূরে ঘর,তুমি দেখে ফেল তাঁর অগস্ত্য যাত্রা
তারও পরে নিশ্চুপ জোনাকির ভিড়





৩।।   ∆ অস্থি ∆



সবকিছু মুছে যায় শুধু এক গন্ধ প্রাচীন
তুমিও চেনো না তাকে বাড়ি কিংবা পী ঠ স্থান
আত্মবিস্মৃত ছুঁয়ে থাকো অদৃশ্য মেঘমল্লার
সাপুড়ের বীণ বাজে,খেলা শেষ বেদেনীর সংসারে
তোমার ঘুম পায় গাঢ় হয়ে আসে বিষ
ছায়া ছায়া হেঁটে গেল নগর সংলাপ
সে এক মায়াবিনী নখের আঁচড়ে কাটে কুহক
তখনো সানাই,তখনো অতলান্ত গভীর বুনন
অতঃপর নেশা ধরে,তুমি তাকে ধোঁয়া ভাবো
বুক ভরে টেনে নাও শ্বাস,সহস্র সহস্র পেছন
হাতছানি আবছায়া মহুয়ার ঘ্রাণ

অপূর্ব গৃহবিদ্যার ভেতর ঈশ্বরী ধারণ করছেন সম্পূর্ণ ঈশ্বর





৪।।     ∆ মেদুর ∆



দু'দিকে দুটো কফির মগ থেকে ধোঁয়া উঠছে ক্রমাগত
মেহগেনি কাঠের টেবিলে গত শতাব্দীর ঘরের গন্ধ
কফিতে চুমুক দিতে দিতে লোকটি হাই তুলল
বিশ্রী রকমের একটা ঘুম,গড়িয়ে যাওয়া আপেলের টুকরো
টেবিলের আরেক দিকে শূন্য একটা অবয়ব
ধোঁয়ার ভেতর অনাগত জন্ম জেগে উঠল,সংগোপনে





৫।।        ∆ পাহাড়ি নৌকো ∆



রঙিন ফানুসের খেলা দেখাবেন বলে তিনি মাঠে নেমে আসেন
সুগভীর বিস্তৃত মাঠ কত জন্ম আগে রুইদাস ফসল ফলিয়েছিলেন
জরিপে মেপে নিচ্ছেন বন্ধ্যা গাথা,খেলুড়ে বালকের ভিড়
দূরে ঈগলের ডাক বসন্তবাউরি ফিরে গেছে নদীদের দেশে।
" ঘন পাহাড়ে নৌকো বাঁ ধো হে নাবিক"-
বলে ওঠে মায়াবিনী খোলা চুল উন্মুক্ত আবেশ
ফানুস উড়ে যায়  ছেঁড়া ছেঁড়া পরিক্রমা,
পাহাড় কেটে কেটে ফুলে ওঠে পাল,তাঁর ঠোঁটে লেগে আছে জোকারের হাসি

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. কবিতাগুলির মধ্যিখানে শিশির-স্নিগ্ধ মেলানকোলি বেজে গেল যেন

    ReplyDelete