কবি সুদীপ্ত মাজি ’র কবিতা-
১।। ∆ চিত্রকল্প ∆
হাওয়া তাকে স্পর্শ করে, কখনও ঝাপট
রৌদ্র দেয় শীতে তাপ, কখনও দহন
জল তাকে আর্দ্র করে, কখনও সলিল-
সমাধির মোক্ষে টানে
কখনও বিবর
কেবল দেখায় তাকে শূন্যপট...
নৌকো-নেই-নদী
ফুটো জাল কাঁধে একা চলেছে ধীবর!
২।। ∆ চৌর্যবৃত্তি ∆
তোমার দেরাজ থেকে
সাদা পৃষ্ঠা চুরি করে আনি।
অজস্র বকুলফুল ঝরেছিল, পূর্বজন্মে
তুমি, মৃত্তিকার প্রসাধনে নিজেকে সাজিয়েছিলে
আজ মনে পড়ে।
এনামেল করা নখ,তীক্ষ্ণ নখের স্পর্শ, শিহরণ
ভুলে আজ ভাবতে থাকি, ভালবাসা খুব হলে
সেপ্টিকের সম্ভাবনা বেশি।
ভাবতে থাকি রক্ষিতের ভ্যারাইটিজ স্টোরে পাব
বোরোলীন,সুরভিত ক্যালেণ্ডুলা ক্রিম?
পলিত কেশের পাশে,এইভাবে,তরুণেরা ইহপৃথিবীতে
নিজ বুকে এপিটাফ লেখে,শরীরে গজিয়ে ওঠে ঘাস ।
যাত্রাপথে পড়ে এই বধির বিষণ্ণ ভাঙা
প্রভাত-প্রদোষ।
তবু মেঘ, অন্ধকার, কলঙ্কের কালো ভেঙে,
দু'হাতে সরিয়ে
এই চৌর্যমনোবৃত্তি বেঁচে আছে বলে
পতঙ্গের মরণোন্মুখতা নিয়ে পৃথিবীতে
এত গবেষণা!
এই চৌর্যমনোবৃত্তি বেঁচে আছে বলে
আমাদের জলযান আজও এত অলৌকিক
বলে মনে হয়।
৩।। ∆ সারাংশ ∆
পাঁচটা-দশটা ফুটো পয়সার ঝনঝন আর
অ্যাসপিরিনের রুপো রাঙতায়
ভরে যাওয়া লাল পলাশের দিন
টিউশানি ড্রপ! উদাস-পাগল
পাখি উড়ে গেছে, শূন্য খাঁচাটি
কাঠবেকারের হাল সঙ্গিন
চপ্পলে আঁটা সেফটিপিন আর
কামানো হয়নি দাড়ি -গোঁফ তার
চায়ের দোকানে বেড়ে গেছে ঋণ
'প্রেম' বিষয়ক গবেষণা এই
সারসংক্ষেপে, হৃদজীবীগণ
ছায়ায় দাঁড়িয়ে নোট করে নিন!
৪।। ∆ অপরাহ্ন ∆
শিশুতোষ সচিত্র বইয়ের মতন দিন। আর
রঙে রঙে রাঙানো উষ্ণীষ
আর কত ইচ্ছেপূরণের স্বপ্ন -- নন্দনকানন থেকে
নামা ইলশেগুড়ি
আর কত বালুচরি মুগা ও রেশমকাজে
ভরে থাকে স্মৃতি, তন্তুবায়
নির্জন মাকুর দিকে হাত বাড়ায় ---- আর
স্থবির রঘুডাকাত
সাহসী ঝোপের মধ্যে ফেলে রাখা রণপা খুঁজে যায়...
৫।। ∆ সান্তালাবাড়ি ∆
জারুলের কাছে, অমলতাসের কাছে
যেতে গিয়ে চেপে ধরছে ভয়
কেঁপে উঠছে চপ্পল
ভয়ের ওপারে শিস্ দিচ্ছে দেখার রোমাঞ্চ
তোমার মুখ থমকে যাওয়া নদীখাতের মতো...
অলংকরণ - পৌলমি দেবনাথ
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
No comments:
Post a Comment