Friday 17 July 2020

কবিতা

শাপলা পর্ব -৬


কবি সুবীর সরকার এর কবিতা-





১।।  ∆ সম্পর্ক ∆



যদি হারিয়ে যাওয়া মানুষগুলি আবার ফিরে আসতো
ক্যারামের লাল গুটি খুঁজে দিতে বলতেন শৈলেন জ্যেঠু
আমি ভুলতে পারি না মেজদির মৃত্যুর দিন
মায়ের বরফশীতল কপালে কোনোদিন আর ঘাম জমবে না
পৃথিবীর সমস্ত মাঠে আমি ঘুঘুদের বসে থাকতে দেখি
ভেঙে যাওয়া সম্পর্ক আসলে গুনগুন গান
মামাবাড়ির উঠোন থেকে আমি কুড়িয়ে আনে পুতুল
আমার দিকে এগিয়ে আসে কমলা রঙের খরগোশ
লেডিকিলার হতে চাওয়া পুরুষের চওড়া
কাঁধে বসে থাকে ফড়িং
জীবনের ভেতর ঢুকে পড়তে থাকে অপমান
পাটবনের দিকে দৌড়ে পালানো শেয়ালেরা
এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দের নাম কাশফুল
পাখিরা ডানা ঝাড়ে।
 আমি যুক্তাক্ষর ও জলযানের কথা লিখি
মৃত বন্ধুদের জন্য আজও চোখ ভিজে যায়
আর রেডিওতে জন্মান্তরের গান বাজে





২।।   ∆ কলাবাগানে মার্কেজ ∆




কলাবাগিচায় মার্কেজ,হাতে হাভানা চুরুট
হেমন্তের রোদ মাখছে  পল গগার ডায়েরি
ওয়ারহীন বালিশ ও নীল মশারীর নিচে দিন কাটে
দু'ধারে পতঙ্গের বন,পাখিরাও ডানা মেলে ওড়ে
কতকিছু ঘটে চলে।ঘটনাক্রমের সাথে লীন হয়ে থাকি
চূড়ান্ত প্রেমিক হবো
ঠোঁটে ঠোঁটে শিস বাজবে
ফাঁকা মাঠে গড়িয়ে যাবে কত শত মার্বেল
ড্রামবাদক পিঠ ঠেকে নামিয়ে রাখছেন ড্রাম
পেয়ালা থেকে চলকে যাওয়া চা
স্বপ্নে বারবার দেখি বেড়ালের থাবা
আর গোলকিপারহীন গোলপোষ্ট
কলাবাগানে মার্কেজ,হাতে হাভানা 
                                        চুরুট





৩।।   ∆ তথ্যচিত্র ∆



নদীকে তো নদীর জল দিয়েই চিনে নিতে হয়
একটা বাঁশি তো কিনে আনতে পারো অন্তত
                                            আমার জন্য
রিস্টওয়াচে বরফ জমলে 
আমরা প্ৰত্যবর্তনের গল্প বলা শুরু করি
পৃথিবীতে হাজার হাজার মানুষ গান গাইতে পারে না
আমার কোলবালিশের ভেতর পাখি ঢুকে পড়ে
আমার পাশবালিশের নিচে সুড়সুড়ি ঢুকে পড়ে
গোপন চিঠির গল্প আর শোনাবো না
তথ্যচিত্রে গুঁজে দেব ফেরিঘাট





৪।।  ∆ মায়াবন্দর ∆



তুই আলোর নিচে হাঁটবি
তুই হাওয়া জড়িয়ে হাঁটবি
পদযাত্রা শুরু হবে আর পদযাত্রা পৌঁছে যাবে
                                   ঘোকসাডাঙ্গার হাটে
আমি তখন নুতন করে সব সাজাচ্ছি
বাদামী রঙের ঘোড়ার সাথে হাডুডু খেলছি
এই শহরে অনেক গোপন গুহা আছে
খসে পড়া পাতার গান
কপালের ভাঁজে জমে থাকা ঘাম
হরিণ ঢুকে পড়ছে পূর্ববঙ্গ কলোনির ভেতর
শুকিয়ে যাওয়া পুকুরে আমি সর্বাঙ্গ ডুবিয়ে রাখি
ধনিবাড়ির ছবি থেকে ম্যাজিক নেমে আসছে
মায়া ও মমতা আসলে তো এক বন্দরের নাম
সারাজীবন আগ্রহ দেখালাম কফিন    
                                    বহনকারীদের জন্য
পিতলের কুঁজো থেকে এখন জল ঢালা হচ্ছে
দিগন্তে অনেক হাঁস
পাখিরা মুখস্থ করছে পিনকোড
বন্দুক পছন্দ করি না
বারুদ ভালোবাসি না
পিয়ানোর পাশে ফেলে আসি রিস্টওয়াচ
কালো আলখাল্লার মত জীবন আমাদের
অথচ শ্যাওলার রং কিন্তু সবুজ নয়
অভিমানের কোনো প্রতিশব্দ হয় না
হাট ও মাঠের আড়াল থেকে আমরা হাততালি
                                        কুড়িয়ে অনি





৫।।  ∆ গান ∆



আমাদের জীবনে টুকরো মেঘের মত কিছু      
                                         ভরসন্ধ্যে আছে
আজকাল পায়ে পেরেক ফুটলেও আর ব্যাথা পাই না
দু'চার মিনিট কথা বলা হয়ে গেলেই
উড়তে শেখা পাখিদের ব্যালাড শুনি
কিছু কি সত্যি হারায় মানুষের জীবনে!
নদীর পলিতে মৃদু পা রাখি
ভোরের বাতাসের গান অনন্ত গাড়িয়াল হয়ে
                                                      বাজে







অলংকরণ - পৌলমি দেবনাথ

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment