Friday, 21 August 2020

কবিতা

শাপলা পর্ব-১৪


কবি নিলুফা জামান এর কবিতা-





১।।   ∆ ছিন্নমূল ভালোবাসা ∆




স্মৃতির ভেতরে জেগে আছো আজও 
ফিতে ক্যাসেটের ধুলো ঝেড়ে বুঝতে পারি 
থেকে থেকে বেজে উঠো— একাই বাজো
হয়নি বাড়াবাড়ি, হয়নি কোন আড়ি। 

কলি থেকে ফুটে ওঠা ফুল...
এমন চেনাজানা তুমি কবে?
ভুল করেও ভাবিনি এই ছিন্নমূল ভালোবাসা
 কলিতেই মগ্ন ছিল সেই অনুভবে। 

সাহসটুকু নাই বা থাকুক 
দীর্ঘশ্বাসই থাকতো বুকে —
ছিপি আটকানো ভালোবাসা—
কী  করে গড়াবে বাগান!
 রক্তজবা অথবা কিংশুকে? 
 রক্তজবা ছিঁড়ে আনা রক্তিম তায়
ভয় পেয়োনা কোনদিন... 
হাসনাহেনা চেয়ে এনেছি সিথানে রাত বালিশে, চুলের এলোমেলো আশ্লেষে। 
মানুষ জীবনের ফোঁড়নে হাত বাড়ায়—
 হাত ছড়ায়।  

দাও না তবে, 
রাত জাগা বুনো ফুলের নামে নাম 
সাহস করে বললেই পারতে,
এই যে তোমার হাতখানি ধরলাম,
বেছে দাও নাম— খুব করে বলেছিলাম। 
প্রিয়,কোন আড়ম্বর নেই আমার।
তেমন প্রস্তুতি ছিলনা আদৌ—
তোমাকে এপিটাফের কবিতাটি উৎসর্গ করতাম।




২।।  ∆ দূরত্ব অথবা ধাঁধা ∆




জীবন ছড়িয়ে যায়— জড়িয়েও যায় নানা পথে 
তাই বলে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন কী করে হবে!
বহু শাখা-প্রশাখায় বিকশিত 
যে কোন বৃক্ষের মূল যেমন থাকে
 একবিন্দু বেদনার মত সুপ্ত বীজে...
প্রশ্ন করো নিজেকে নিজে 
আমি সেই কেন্দ্র যার অস্তিত্বের সাথে তুমি বাঁধা
যদিও তুমি বারবার চলে যেতে চাও
 কেন্দ্র থেকে দূরে বহু দূরে—
হায় প্রেম! নিকট দূরে তুমি শুধুই ধাঁধা? 




৩।।  ∆ ক্ষত ∆




প্রত্যেক মানুষের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে
থাকে কিছু অসম্পূর্ণ নির্মাণ 
ভাঙ্গাচোরা গেরস্তালি ঘরদোর—
প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত থাকে— 
যাকে মরে যাওয়া নখের মত
 বেশি যত্ন করে রেখে দিতে হয় অনিচ্ছার বাগানে। 


 

৪।।  ∆ জার্নি ∆




ব্যস্ত সকাল, ব্যস্ত শহর, ব্যস্ত সময়ের কোলাজ... 
টিপটিপ জল কেলির উৎসবে স্লিপার ভিজে গেছে;
প্রতিটি মিডিল ক্লাস ঘরে জল জমে
 জুতো জুড়ে নোংরা লেগে 
পুরো শহর ময়লা-জলে স্নাত জুবুথুবু— 
হয়তো ট্রেন ছাড়বে ছাড়বে করেও ছাড়ছে না 
গা করছে না কেউ তেমন 
চোখে লেগে আলস্যের চৌকাঠ
সারি সারি ট্রেন যে কোনো বগি চেপে নিলে রিনিঝিনি ধ্বনিত প্লাটফর্ম নিস্তব্দ— নিপাট। 
জানালার কাঁচে জড়িয়ে বিন্দু রেখা 
সময় মিলিয়ে গেলো হুইসেলে—
ব্যস্ততার ব্যস্ত শরীর জুড়ে প্রকট গোল দাগ... 
যান্ত্রিক আলাপন ছেড়ে চোখ মিশে যায় সবুজ ক্যানভাসে...
কতটা গিয়েছো জানা নেই—  টিপটিপ বৃষ্টি চলছে ভেতর বাহিরে। 
কার চোখে কতো জল কে জানে! 
অমনিবাস মালিকানায় নোনা জল কই?





৫।।  ∆ তৃষ্ণা-পোড়া হাত ∆




ঘন নির্জনেও সুখ—যদি তুমি দূর থেকে স্বপ্ন দিয়ে ভরে দাও বুক। 
প্রখর রোদেও যদি তোমার অপেক্ষা নিয়ে কখনো দাঁড়াই 
মনে হয় চরাচরে আশ্চর্য বৃষ্টির শান্তি— 
সেই স্নিগ্ধতায় বাড়িয়ে দেই 
 আমার একান্ত শূন্য তৃষ্ণা-পোড়া হাত... 
প্রখর দুপুর দেখো কী করে হয়ে যায় পূর্ণিমার রাত!





অলংকরণ - মেহবুব গায়েন

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


No comments:

Post a Comment